আগৈলঝাড়া প্রতিনিধি ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভগ্নিপতি, মুক্তিযুদ্ধের সংগঠক, বাংলাদেশ কৃষক লীগের প্রতিষ্ঠাতা, বঙ্গবন্ধু সরকারের মন্ত্রী, দক্ষিণবাংলার গনমানুষের নেতা, বরিশাল জেলা আওয়ামীলীগ সভাপতি আবুল হাসানাত আব্দুল্লাহ (এমপি)’র পিতা, বরিশাল সিটি করর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র দাদা শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের জন্মশতবার্ষিকী বরিশালের আগৈলঝাড়ায় পালন করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের উদ্যোগে রোববার সকালে দলীয় কার্যালয়ে জাতীয়, দলীয় পতাকা উত্তোলন, শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের প্রতিকৃতিতে পূস্পমাল্য অর্পন, কেক কাটা, আনন্দ র্যালী, আলোচনা সভা ও দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। সকালে আনন্দ র্যালীটি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে দলীয় কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে উপজেলা আওয়ামীলীগ সভাপতি সুনীল কুমার বাড়ৈর সভাপতিত্বে শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের জীবনের উপর আলোচনা সভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামীলীগ সাধারন সম্পাদক আবু সালেহ মোঃ লিটন সেরনিয়াবাত। এসময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত, থানা অফিসার ইনচার্জ মোঃ গোলাম ছরোয়ার, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মলিনা রানী রায়, উপজেলা আওয়ামীলীগ নেতা আবুল বাশার হাওলাদার, ইউপি চেয়ারম্যান ইলিয়াস তালুকদার, বিপুল দাস, গোলাম মোস্তফা সরদার, আমিনুল ইসলাম বাবুল ভাট্টি, শফিকুল ইসলাম টিটু, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক রমনী কান্ত সরকার, উপজেলা যুবলীগ সভাপতি সাইদুল সরদার, উপজেলা ছাত্রলীগ সাধারন সম্পাদক জাকির পাইকসহ প্রমুখ। আলোচনা সভা শেষে দোয়া-মিলাদ অনুষ্ঠিত হয়েছে। উল্লেখ্য, ১৯২১ সালের ২৮ মার্চ বরিশালের আগৈলঝাড়া উপজেলার সেরাল গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে আব্দুর রব সেরনিয়াবাত জন্মগ্রহন করেছিলেন। তার পিতা ছিলেন আব্দুল খালেক সেরনিয়াবাত। মাতা মোসাম্মৎ হুরুন্নেছা বেগম। তার স্কুল জীবন কটেছে গৈলা মাধ্যমিক বিদ্যালয়ে। এখান থেকেই বৃত্তি নিয়ে ম্যাট্রিক পাশ করেন ১৯৩৯ সালে। লেখাপড়ার আগ্রহেই তিনি চলে যান বরিশালে। সেখানে অক্সফোর্ড খ্যাত ব্রজমোহন কলেজে ভর্তি হন ইন্টারমিডিয়েটে। তিনি ব্রজমোহন কলেজ থেকে কৃতিত্বের সাথে উচ্চমাধ্যমিক সম্পন্ন করেন ১৯৪১ সালে। এরপর এই ভবিষ্যৎ রাজনীতিক উচ্চতর স্নাতক ডিগ্রি নিতে কোলকাতা চলে যান। ভর্তি হন বিখ্যাত ইসলামিয়া কলেজে। এখানেই পরিচয় ঘটে বাঙালি জাতির স্বপ্নদ্রষ্টা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সাথে। সহপাঠী ও বন্ধু হিসেবে পেলেন তাকে। বঙ্গবন্ধুর সান্নিধ্য এসময় তিনি সেখানে ধর্মনিরপেক্ষ জনকল্যাণমুখী রাজনীতিতে জড়িয়ে পড়েন। এরই সূত্র ধরে কলেজে পড়াকালীন অবস্থায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মেঝো বোন আমেনা বেগমকে পারিবারিক সম্মতিতে তিনি বিয়ে করেন। সহধর্মিণী আমেনা বেগমের প্রতি তিনি যেমন ছিলেন দায়িত্বশীল, যত্নবান, স্নেহপরায়ন ঠিক তেমনিই ছিলেন সন্তানদের কাছে আদর্শবান পিতা। শহীদ আব্দুর রব সেরনিয়াবাতের রাজনৈতিক চেতনার উন্মেষ ঘটে কলেজ জীবনে পড়াকালীন সময়ে। কীর্তিমান এ নেতার জন্মশতবার্ষিকীর বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে বর্তমান তরুন প্রজন্ম মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, কৃষককুলের নয়নমনি, গন মানুষের নেতা শহীদ আব্দুর রব সেরনিয়াবাত তার আদর্শে অনুপ্রানিত হয়ে মুক্তিযুদ্ধের চেতনায় নিজেদেরকে গড়ে তুলতে সক্ষম হবে। শহীদ আব্দুর রব সেরনিয়াবাত এর জন্মশতবার্ষিকীতে তার কীর্তিকর্মের মাধ্যমে তিনি বেঁচে থাকবেন বাঙালীর হৃদয়ে।
Leave a Reply