বিনোদন ডেস্ক ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উৎসবে যোগ দিতে দুই দিনের সফরে গত শুক্রবার সকালে ঢাকায় এসেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ঐদিনই প্রথম ভারতের প্রধানমন্ত্রীর মুখোমুখি হলেন বাংলাদেশের একঝাঁক তারকা। কিন্তু কী কথা হলো মোদির সঙ্গে? সেকথা জানালেন দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী জয়া আহসান। তিনি বললেন, ‘এটা তো সৌজন্য সাক্ষাৎ। আমাদের সবার সঙ্গে তিনি (মোদি) পরিচিত হলেন। আলাদা করে কথা বলা তো পরের কথা, এখানে পরিচয় ছাড়া অন্য আলাপের সুযোগই ছিলো না। কারণ সময় খুব অল্প। উনার ব্যস্ততা অনেক। এরমধ্যে যে আমাদের ডাকলেন, কিছুটা সময় দিলেন, পরিচিত হলেন- সেটাই বড় বিষয়।’ জয়া আরও জানান, ভারতের ডেপুটি হাইকমিশনারের আমন্ত্রণে এদিন তারা এই সৌজন্য সাক্ষাৎ করেছেন। যাওয়ার পর তিনিই সবাইকে এক এক করে মোদির সঙ্গে পরিচয় করিয়ে দিন। জয়া আহসান ছাড়াও সৌজন্য সাক্ষাতের দলে ছিলেন নুসরাত ফারিয়া, নির্মাতা রেদওয়ান রনি, সংগীতশিল্পী শারমিন সুলতানা সুমি, ক্রিকেট তারকা ও সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা, অলরাউন্ডার সাকিব আল হাসান, নারী ক্রিকেটার সালমা প্রমুখ।
Leave a Reply