সরদার নজরুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি ॥ বানারীপাড়ায় সৈয়দকাঠি ইউনিয়নের ৩নং ওয়ার্ড সৈয়দকাঠি (পূর্ব) গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৬ জন গুরুতর আহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (৩০ মার্চ) দুপুর সাড়ে ১২টার দিকে স্থানীয় হাশেম মৃধার বাড়ির কাছে বাবুল ডাকুয়ার দোকানের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গেছে, চেয়ারম্যান প্রার্থী আনোয়ার মৃধার সমর্থক আমির হোসেন মৃধা ও আ. মন্নান মৃধার সমর্থক নজরুল মৃধা ওই চায়ের দোকানে বসে চা খাচ্ছিলেন আর রাজনৈতিক আলাপ-আলোচনা করছিলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতি হয়। পরে উভয় পক্ষের লোকজন লাঠিসোটা নিয়ে এগিয়ে এলে তুমুল সংঘর্ষ হয়। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ৬ জন গুরুতর আহত হয়। এদের মধ্যে আ. মন্নান মৃধা সমর্থিত গোন্দে আলী মৃধা (৮০), তার তিন পুত্র নজরুল মৃধা (৪৫), কবির মৃধা (৪০) ও ইয়ার হোসেন মৃধা (৩৫)কে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে নজরুল মৃধাকে ভর্তি করেন ও অন্য তিনজনকে কর্তব্যরত চিকিৎসক বরিশাল শেবাচিম হাসপাতালে পাঠিয়ে দেন। অন্যদিকে আনোয়ার হোসেন মৃধা গ্রুপের নাজেম আলী মৃধা (৮০) ও তার পুত্র আমির হোসেন মৃধা (২৫)কে জরুরী বিভাগে প্রাথমিক চিকিৎসা শেষে বানারীপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। আহতরা সবাই একই গ্রামের বাসিন্দা। এ রিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
Leave a Reply