বানারীপাড়া প্রতিনিধি ॥ সুনামগঞ্জের সাল্লার নোয়াগাঁও গ্রামে সংখ্যালঘুদের ওপরে সাম্প্রদায়িক সন্ত্রাসের প্রতিবাদে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ২৯ মার্চ সোমবার সকালে বরিশালের বানারীপাড়া উপজেলায় এ কর্মসূচি পালন করা হয়। সংখ্যালঘু নিয়ন্ত্রীত বেশ কয়েকটি সংগঠন এ মানববন্ধন ও সমাবেশে অংশ গ্রহন করেন। মুক্তিযুদ্ধকালীন বেস কমান্ডার ও বানারীপাড়া উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি বেনি লাল দাস গুপ্তর সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধন ও সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তৃতা করেন ব্রিটিশবিরোধী আন্দোলনের অন্যতম সংগঠক কুমুদ বিহারী গুহ ঠাকুরতার প্রতিষ্ঠিত সার্বজনীন মন্দিরের ও উপজেলা পুজা উদযাপন পরিষদের সভাপতি দেবাশীষ দাস, সাধারণ সম্পাদক গৌতম সমদ্দার, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের সাধারণ সম্পাদক দেব কুমার সরকার। বরিশাল জেলা ছাত্র ঐক্য পরিষদের সহ-সভাপতি ও বানারীপাড়া উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দেবনাথের সঞ্চালনায় আরও কথা বলেন বরিশাল জেলা যুব ছাত্র ঐক্য পরিষদের সহ-সভাপতি সুমম রায় সুমন, উপজেলা যুব ছাত্র ঐক্য পরিষদের আহবায়ক অসীম সরকার,বানারীপাড়া উপজেলা ছাত্র ঐক্য পরিষদের সভাপতি হৃদয় সাহা প্রমুখ। উপজেলা পুজা উদযাপন পরিষদের সাংগঠনিক সম্পাদক রিপন বনিকের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিতে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বানারীপাড়া পৌরসভার সংরক্ষিত মহিলা কাউন্সিলর আলো রানী বনিক, যাদব সাহা, শ্যামল কর্মকার, মন্টুলাল সাহা, উত্তম সাহা, গৌতম সাহা, সজল সাহা, সুনীল কর্মকার, কাপস কর্মকার, যুবনেতা ত্রিদেব রায়, পূর্ণিমা ঘোষ দস্তিদার ও পলি সাহা সহ বিভিন্ন মঠ এবং মন্দিরের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন। মানববন্ধন ও সমাবেশে বানারীপাড়া উপজেলা ও পৌর পুজা উদযাপন পরিষদ, উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ, উপজেলা ছাত্র ঐক্য পরিষদ, উপজেলা সনাতনী ছাত্র ও যুব পরিষদ, বন্দর বাজার কেন্দ্রীয় হরিসভা মন্দির, সার্জনীন কেন্দ্রীয় লোকনাথ মন্দির, অবধূত সংঘ ও মহানাম সেবক সংঘের নেতৃবৃন্দ ও ভক্তরাও অংশ নেন। সকল অংশ গ্রহনকারী অনতিবিলম্বে সংখ্যালঘুদের ওপরে সাম্প্রদায়িক সন্ত্রাসী হামলাকারীদের গ্রেপ্তার করে বিচারের দাবী জানিয়েছেন।
Leave a Reply