মুলাদী প্রতিনিধি ॥ প্রধমধাপের নির্বাচনে জেলার মুলাদী উপজেলার গাছুয়া ইউনিয়নে জাতীয় পার্টির চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক সিকদারের ওপর বোমা হামলার অভিযোগ পাওয়া গেছে। রক্তাক্ত অবস্থায় মালেক সিকদারকে উদ্ধার করে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার সকালে চেয়ারম্যান প্রার্থী আব্দুল মালেক সিকদার জানান, রবিবার সন্ধ্যায় স্থানীয় পদ্মারহাট এলাকায় তার একটি প্রচার গাড়ি ভাঙচুর করে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীর লোকজনে। খবর পেয়ে তিনি সেখানের উদ্দেশে রওনা হলে পথিমধ্যে বাঁশতলা এলাকা বসে নৌকার লোকজন তাকে লক্ষ্য করে বোমা নিক্ষেপ করে। এতে তিনি প্রাণে বেঁচে গিয়ে দ্রুত স্থান ত্যাগ করে পদ্মারহাট এলাকায় পৌছে যান। সেখানে নৌকার প্রার্থী জসিম উদ্দিন বেপারীর ছোট ভাই বশির উদ্দিনের নেতৃত্বে তার সমর্থকরা হামলা চালিয়ে তাকে বেধড়ক মারধর করে। মালেক সিকদার আরও অভিযোগ করেন, আহত অবস্থায় তিনি সেখান থেকে থানায় পৌঁছলে ওসি তাকে দ্রুত চিকিৎসা গ্রহণের পরামর্শ দেন। এরপর তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে প্রাথমিক চিকিৎসা নিয়ে হামলা ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় একটি কম্পিউটারের দোকানে গিয়ে অভিযোগ তৈরির সময় হামলাকারীরা সেখানেও হামলা চালিয়ে তাকে পিটিয়ে রক্তাক্ত জখম করে। পরবর্তীতে স্থানীয় তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করেন। অপরদিকে একই ইউনিয়নের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী মোকছেদ আলম মীরের বাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করেছে নৌকার প্রার্থীর সমর্থকরা। মুলাদী থানার ওসি ফয়েজ উদ্দিন হামলার ঘটনা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে জাতীয় পার্টির প্রার্থীকে উদ্ধার করেছেন। এ ঘটনায় এখনও কেউ থানায় লিখিত অভিযোগ দায়ের করেননি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের সংঘর্ষ ॥ হিজলা উপজেলার মেমানিয়া ইউনিয়নে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষে ১০ জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যায় ইউনিয়নের ইন্দুরিয়া গ্রামে নৌকা প্রতীকের প্রার্থী অলিউদ্দিন তালুকদার ও আওয়ামী লীগের বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী নাসির উদ্দিন খানের ঘোড়া মার্কার সমর্থকদের মধ্যে এ সংঘর্ষ হয়। এতে গুরুত্বর আহত বারেক সরদারকে মুমূর্ষ অবস্থায় ঢাকায় প্রেরণ করা হয়েছে। এছাড়া রাফিক বাঘা ও রাসেল গাজীকে হিজলা উপজেলা হাসপাতালে ও অন্যান্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। আহতরা সবাই নৌকা প্রতীকের সমর্থক।
Leave a Reply