নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর কাউনিয়া বিসিক এলাকায় শামসুদ্দিন গাজী (৫০) নামে এক ব্যাক্তির পৈত্রিক সম্পত্তি বুঝিয়ে না দিয়ে জমি জোরপূর্বক দখল করে নেওয়ার চেষ্টা করছে বলে অভিযোগ উঠেছে তিন ভাই ও ভাইয়ের ছেলের বিরুদ্ধে।তার বসবাসরত বসতঘড়ে তালা লাগিয়ে ও ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি দিয়ে নির্মাণাধিন ভবনের কাজও বন্ধ করে দিয়েছে তারা। এমনকি তার বিরুদ্ধে একটি মিথ্যা মামলা করে বিভিন্ন সময় পুলিশ দিয়ে তাকে হয়রাণী করা হচ্ছে। এমনটাই অভিযোগ করেছেন নগরীর কাউনিয়া বিসিক এলাকার মৃত আয়নাল গাজীর ছেলে বরিশাল মহানগর ১নং ওয়ার্ড স্বেচ্ছাসেবকলীগের সভাপতি শামসুদ্দিন গাজী। অভিযুক্তরা হলেন- তার বড় ভাই মোঃ শাহআলম গাজী, মেজ ভাই জানে আলম গাজী, ছোট ভাই গাজী আলাউদ্দিন, ভাইয়ের ছেলে জিয়াউদ্দিন গাজী। তিনি অভিযোগ করে বলেন, আমার বাবার মৃত্যুর আগে আমরা ৫ ভাই যে যার মতো জমি দখলে নিয়ে ঘড় বাড়ি নির্মাণ করে বসবাস করতাম। বাবার মৃত্যু পরে কাউনিয়া মৌজায় জেএল নং- ৪৭, এসএ খতিয়ান নং -৩৭৬৯, যার দাগ নং- ৫৬৬, ৫৬৭, ৫৬৮, বিএস নং-২৩৯৯, যার দাগ নং- ৩১০৩, ৩১০৪ এ মোট ৫০ শতাংশ জমি রেখে গেছেন। তার মধ্যে আমি ৪ শতাংশ জমির উপরে একটি বসতঘড় নির্মাণ করি। যাতে চার টি রুম ছিল। এরমধ্যে ছোট ভাই গাজী আলাউদ্দিন আদালতে একটি মিথ্যা মামলা দিয়ে ২ টি রুমে তালা লাগিয়ে বিদেশে চলে যান। পরে আমি উপায়ান্ত না পেয়ে পাশের জমিতে বসতঘড় নির্মাণ কাজ শুরু করি। এসময় ভাড়াটে সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি দিয়ে নির্মাণাধিন ভবনের কাজ বন্ধ করে দেয় আমার দুই ভাই জানে আলম গাজী, মোঃ শাহআলম গাজী ও ভাইয়ের ছেলে জিয়াউদ্দিন গাজী। এমনকি ওই মামলায় বিভিন্ন সময় পুলিশ দিয়ে আমাকে হয়রাণী করায়। তারা পেশি শক্তি কাজে লাগিয়ে আমার পৈত্রিক জমি বুঝিয়ে দিতেও গড়িমশি করছে। বর্তমানে আমি পরিবার নিয়ে দূর্বিসহ জীবনযাপন করছি। এ ব্যাপারে জমির সুষ্ঠু বন্টনের মাধ্যমে পৈত্রিক সম্পত্তি বুঝে পেতে ও সকল ঝামেলা থেকে মুক্তি পেতে প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তাদের হস্তক্ষেপ কামনা করেছেন শামসুদ্দিন গাজী ও তার পরিবার।’
Leave a Reply