চরফ্যাসন প্রতিবেদক ॥ চরফ্যাসনের জাহানপুর ইউনিয়নের জাহানপুর বাজারে বিদ্যুৎ শকসার্কিটের আগুনে পুড়লো ১০ ব্যাবসা প্রতিষ্ঠান। বুধবার রাত ৩ টায় এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। ক্ষয়ক্ষতির পরিমান ২৫ লাখ টাকা বলে জানিয়েছে স্থানীয় ও ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
জানাযায়, বুধবার রাতে বাজারের ব্যবসায়ীরা ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়িতে চলে গেলে রাত ৩ টায় বিদ্যুতে শকসার্কিটের মাধ্যমে আগুন লাগে। আগুনের লেলিহান শিখা দাউ দাউ করে জ্বলে উঠলে পার্শ্ববর্তী লোকজন ফায়ার সার্ভিস অফিসে সংবাদ দেয়। সংবাদ পেয়ে চরফ্যাসন ফায়ার সার্ভিসের কর্মী ও স্থানীয় এলাকাবাসীর সহায়তায় ১ ঘন্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রনে আসে। ইতিমধ্যে ফার্মেসি, মুুদি দোকান, গার্মেন্টস, কাটা কাপড়ের দোকান, ইলেট্রনিক্স, সুতার জাল, জুয়েলারী দোকানসহ ১০টি ব্যবসা প্রতিষ্টান পুড়ে যায়।
চরফ্যাসন ফায়ার সার্ভিস স্টশন অফিসার ইমরান হোসেন জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুৎ শকসার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে। স্থানীয়দের খবরের ভিত্তিতে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘন্টাব্যাপি চেষ্টা করে আগুন নিয়ন্ত্রনে আনেন।
Leave a Reply