স্টাফ রিপোর্টার ॥ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বরিশালে বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মানব লোগো প্রদর্শন করা হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরীর বঙ্গবন্ধু উদ্যানে ১ লাখ ৫৮ হাজার স্কয়ার ফিট জায়গাজুড়ে বঙ্গবন্ধুর লোগো প্রদর্শন করেছেন ৯ হাজার ৪০৮ জন মানুষ। আয়োজক বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহর দাবি, এটি বিশ্বের সর্ববৃহৎ মানব লোগো। এ লোগো প্রদর্শনের জন্য গত একমাস ধরে বঙ্গবন্ধু উদ্যানে প্রস্তুতি চলেছে। বরিশালে বঙ্গবন্ধু লোগোর প্রকল্প প্রকৌশলী মোঃ শাহাদাত হোসেন জানান, প্রায় ২ লাখ স্কয়ার ফিট আয়তনের ঐতিহ্যবাহী বঙ্গবন্ধু উদ্যানের ১ লাখ ৫৮ হাজার স্কয়ার ফিট জায়গাজুড়ে বঙ্গবন্ধুর লোগো প্রদর্শন করেছে ৯ হাজার ৪০৮জন মানুষ। তাদের সহায়তার জন্য মাঠের চারপাশে প্রস্তুত রাখা হয়েছিলো আরও ২ হাজার ৫৯২ জন ব্যক্তিকে। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী লোগোতে মুজিব শতবর্ষ, একশত এবং বঙ্গবন্ধুর চেহারা ফুটিয়ে তোলা হয়েছিলো। প্রতিটি ১৬ বর্গফুটের প্রিন্ট করা ৯ হাজার ৪০৮টি পিভিসি কাঠের ফ্রেমে যুক্ত করে প্রদর্শনের মাধ্যমে ফুটিয়ে তোলা হয় এই লোগো। ১ হাজার ৩৫০ ফিট দৈর্ঘ্য এবং ১ হাজার ৮০০ ফিট প্রস্থ বিশিষ্ট মানব লোগোতে বঙ্গবন্ধুর চশমার ফ্রেম করা হয়েছে ২ হাজার ৪০০ স্কয়ার ফিট জুড়ে। এ ছাড়া বঙ্গবন্ধুর বাম গালের তিলক করা হয়েছে ৪৮ স্কয়ার ফিট এবং মুজিব কোট করা হয়েছে ১ হাজার ৯২০ স্কয়ার ফিট জায়গাজুড়ে। একই প্রদর্শনীতে বরিশাল সিটি কর্পোরেশন, সিটি মেয়র সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ’র নাম এবং সিটি কর্পোরেশনের শ্লোগান “আমরাই গড়ব আগামীর বরিশাল” যুক্ত করা হয়েছে। মঙ্গলবার দুপুর আড়াইটায় শুরু হয় প্রদর্শনীর মহড়া। মূল মানব লোগো প্রদর্শন করা হয় বিকেল চারটায়। লোগোর প্রস্তুতি কার্যক্রম দেখভালের দায়িত্বে থাকা সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্নতা কর্মকর্তা ডাঃ মোঃ রবিউল ইসলাম জানান, গত ১ মাস ধরে প্রায় ১ হাজার শ্রমিক নগরীর বঙ্গবন্ধু উদ্যানে বঙ্গবন্ধু লোগো প্রস্তুতিতে দিনরাত শ্রম দিয়েছেন। এই মানব লোগো নিয়ে ইতোমধ্যে নগরবাসীর মধ্যে ব্যাপক উৎসাহ এবং আগ্রহ সৃষ্টি হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা ধারণা করছেন, বরিশালে বঙ্গবন্ধুর মানব লোগো প্রদর্শনী বিশ্বের মধ্যে এটাই সর্ববৃহৎ মানব লোগো হবে। মানবসৃষ্ট সর্ববৃহৎ লোগো হিসেবে বরিশালে বঙ্গবন্ধুর মানব লোগো গিনেস বুকে অন্তর্ভুক্ত হবে বলেও তারা আশা করেছেন। সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র গাজী নাঈমুল হোসেন লিটু বলেন, সিটি মেয়রের পরিকল্পনায় মানব লোগোর আয়োজনটি নিঃসন্দেহে বরিশালবাসীর জন্য গর্বের। প্রস্তুতির সময় প্রতিনিয়ত মেয়র এসে কাজের অগ্রগতি পরির্দশন করেছেন। তিনি আরও বলেন, আওয়ামী লীগ এবং তার সকল সহযোগি সংগঠন ছাড়াও সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা লোগো প্রদর্শনে অংশগ্রহণ করেছেন। ড্রোন ক্যামেরায় তোলা মানব লোগোর ফুটেজ সিটি কর্পোরেশনের বিভিন্ন এলাকায় প্রদর্শিত এলইডি স্ক্রিন এবং ফেসবুক লাইভে সরাসরি প্রচার করছে সিটি কর্পোরেশন। সিটি মেয়র মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ বলেন, গত ৭ মার্চ নগর ভবনে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মুজিব শতবর্ষের কর্মসূচি শুরু হয়েছে। ৩১ মার্চ সন্ধ্যায় নগরীর বঙ্গবন্ধু উদ্যানে সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে কর্মসূচির শেষ হবে। এরমধ্যে উল্লেখযোগ্য কর্মসূচি হয়েছে ৭ মার্চ বিকেল ৩টা ২০ মিনিটে নগরীর প্রতিটি ওয়ার্ডে একযোগে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার। ১৭ মার্চ বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে বিশ্বের সর্ববৃহৎ “বঙ্গবন্ধু সাইকেল যাত্রা” অনুষ্ঠিত হয়েছে। ২৫ মার্চ নগরীর ওয়াপদা কলোনির টর্চার সেলে অনুষ্ঠিত হয়েছে গণহত্যা বিষয়ক চিত্র প্রদর্শনী। ৩০ মার্চ বিকেলে বঙ্গবন্ধু উদ্যানে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর লোগো’র সর্ববৃহৎ মানব প্রদর্শনী। সিটি মেয়র বলেন, লোগো’র প্রদর্শনীটি হবে সারাবিশ্বের সর্ববৃহৎ মানব প্রদর্শনী। তিনি আরও বলেন, কৃষক নেতা শহীদ আবদুর রব সেরনিয়াবাতের জন্মশতবার্ষিকী ছিলো গত ২৮ মার্চ। ওইদিন পবিত্র শবেবরাত থাকায় আগেরদিন ২৭ মার্চ জন্মশত বার্ষিকী উদ্যাপন করা হয়েছে। সেদিন কীর্তনখোলা নদীতে অনুষ্ঠিত হয়েছে নৌকা বাইচ প্রতিযোগিতা। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৪ দিনব্যাপী কর্মসূচিতে উল্লিখিত কর্মসূচি ছাড়াও বিভিন্নসময়ে অনুষ্ঠিত হয়েছে প্রতিকৃতিতে ফুলেল শ্রদ্ধা নিবেদন, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, গণহত্যা বিষয়ক চিত্র প্রদর্শনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। বঙ্গবন্ধুর সর্ববৃহৎ মানব লোগো প্রদর্শনী অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরিশাল সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেরনিয়াবাত সাদিক আব্দুল্লাহ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট তালুকদার মোঃ ইউনুস, সদর উপজেলার চেয়ারম্যান সাইদুর রহমান রিন্টু, মুক্তিযোদ্ধা সৈয়দ আনিস, মহানগর আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট একেএম জাহাঙ্গীর, সিটি কর্পোরেশন প্যানেল মেয়র গাজী নঈমুল হোসেন লিটু, অ্যাডভোকেট রফিকুল ইসলাম খোকন প্রমুখ।
Leave a Reply