রাজাপুর প্রতিনিধি ॥ রাজাপুর থানার উদ্যোগে কোভিড-১৯ মোকাবেলায় “ মাস্ক পড়ার অভ্যেস, করোনা মুক্ত বাংলাদেশ” শ্লোগানে জনসচেতনতামুলক নানা কর্মসূচি গ্রহন করেছেন। এ উদ্যেশ্যে ১লা এপ্রিল বৃহস্পতিবার সকালে উপজেলার বাইপাস এলাকায় জনসাধারনের মাঝে লিফলেট ও মাস্ক বিতরন করা হয় এবং মুদি ও মনোহরি দোকানসহ বিভিন্ন ব্যাবসা প্রতিষ্ঠানের সামনে ক্রেতাদের সামাজিক দুরত্ব বজায় রাখতে সাদা রংয়ের গোলবৃত্ত চিহ্ন এঁকে দেয়া হয়। এ সময় রাজাপুর থানার ওসি মোঃ শহিদুল ইসলাম তার বক্তব্যে বলেন, রাত ১০টার পরে এবং দিনের বেলা জরুরী প্রয়োজন ছাড়া বাহিরে বের হওয়া যাবেনা। মাস্ক ব্যাবহার, হ্যান্ডস্যানিটাইজ ও সামাজিক দুরত্ব বজায় রাখাসহ লোকজনের মাঝে জনসচেতনতা মুলক বক্তব্য দেন। তিনি ব্যাবসায়ীদের উদ্যেশ্যে আরো বলেন, তারা যেন পণ্য বিক্রয়ের সময় ক্রেতাদের পাশাপাশি জমায়েত হতে না দেয়। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার ( রাজাপুর,কাঁঠালিয়ার সার্কেল) মোঃ সাখাওয়াত হোসেনসহ একাধি পুলিশ কর্মকর্তা ও পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
Leave a Reply