বিনোদন ডেস্ক ॥ বিশ্বের অন্যতম ম্যানগ্রোভ বন সুন্দরবনকে জলদস্যুমুক্ত করার অভিযানের গল্প নিয়ে নির্মিত হচ্ছে ছবি ‘অপারেশন সুন্দরবন’। গত ফেব্রুয়ারিতে শেষ হয়েছিল এর শুটিং। এরপরই তারা চলে যান ডাবিংয়ের কাজে। চলতি সপ্তাহে সেটি শেষ হয়েছে বলে জানালেন ছবির নির্মাতা দীপংকর দীপন। করোনা পরিস্থিতি ও ঈদকে বিবেচনা করে ছবিটি মুক্তি দেওয়া হবে। দীপংকর দীপন বলেন, ‘শুটিংয়ের পর শিল্পীদের নিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ ছিল ডাবিং। সেটা সম্পন্ন হয়েছে। প্রতিটি কাজ শেষ করার পর আমি প্রিভিউ করি। গতকাল ডাবিংয়ের চূড়ান্ত প্রিভিউ করলাম। এখন প্রিভিউ দেখে কারেকশন করছি। আমরা চাইছি, ঈদের আগে যেন কোনো সমস্যা না হয়।’ র্যাব ওয়েলফেয়ার কো-অপারেটিভ সোসাইটি লিমিটেডের অর্থায়নে ‘অপারেশন সুন্দরবন’ প্রযোজনা করছে থ্রি হুইলারস লিমিটেড। এতে অভিনয় করছেন সিয়াম আহমেদ, নুসরাত ফারিয়া, জিয়াউল হক রোশান, তাসকিন রহমান, রিয়াজ, সামিনা বাশার, মনোজ প্রামাণিক, দীপু ইমাম, শেখ এহসানুর রহমানসহ অনেকে।
Leave a Reply