নিজস্ব প্রতিবেদক ॥ পারিবারিক বিরোধের জের ধরে বরিশাল নগরীর বাজার রোড এলাকার নিজ সন্তানকে লাইসেন্সধারী শর্টগান দিয়ে গুলি করে হত্যার চেষ্টা করেছে বাবা। এই ঘটনায় বরিশাল কাউনিয়া থানায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। মামলায় একমাত্র আসামী করা হয়েছে আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর চেয়ারম্যান সৈয়দ কাওসার হোসেনের ছেলে সৈয়দ জুলফিকার আলী ভূট্টো। গত বুধবার বিকেলে বরিশাল নগরীর বাজার রোড এলাকার বাসিন্দা আওয়ামী লীগ নেতা ও সাবেক পৌর চেয়ারম্যান সৈয়দ কাওসার হোসেনের বাসায় এ ঘটনাটি ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সুত্রে জানা গেছে, গত বুধবার বিকেলে হঠাৎ করে শর্টগানের গুলির বিকট শব্দে কেঁপে ওঠে বাজার রোড এলাকা। এমনকি আকষ্মিক এই গুলির বিকট শব্দে আতংকিত হয়ে পরে পথচারী ও ব্যবসায়ীরা। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে ছুটে যান। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সৈয়দ কাওসার হোসেনের ছেলে সৈয়দ জুলফিকার আলী ভূট্টো তার লাইসেন্সধারী শর্টগান দিয়ে হত্যার উদ্দেশ্যে ছেলেকে গুলি করে। তবে কি কারনে এ গুলির ঘটনা ঘটেছে সেটা জানা নেই প্রত্যক্ষদর্শীদের। তাদের দাবী ছেলের সঙ্গে বিরোধের জের ধরে গুলি করা হয়েছে। এ প্রসঙ্গে জুলফিকার আলী ভূট্টো দাবী করেছেন, তার নিজের লাইসেন্সধারী শর্টগান দিয়ে ফাঁকা গুলি করেছেন। তবে তার ছেলে মুছা জানিয়েছেন ভিন্নটা। তার অভিযোগ পারিবারিক বিষয় নিয়ে ঝগড়া হয়। এর জের ধরে পিতা জুলফিকার আলী ভুট্টো রাগ সামলাতে না পেরে ছেলে মুছাকে হত্যার উদ্দেশ্যে তাকে লক্ষ্য করে গুলি করে। তবে লক্ষ্যভ্রষ্ট হওয়াতে গুলি মুছার গায়ে না লাগায় প্রানে বেঁচে যায় বলে জানায় ছেলে মুছা। এ প্রসঙ্গে মহানগরীর কাউনিয়া থানার অফিসার ইনচার্জ আজিমুল করিম বলেন, ঘটনার পর পরই তারা থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওসি আজিমুল করিম আরও বলেন, এই ঘটনায় কাউনিয়া থানায় একটি মামলা হয়েছে। মামলার সুত্র ধরে ঘটনাটি ভালভাবে তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানিয়েছেন তিনি।
Leave a Reply