বাউফল প্রতিনিধি ॥ পটুয়াখালীর বাউফল উপজেলায় চন্দ্রদ্বীপ ইউনিয়নে এক নারী (৫০) ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল শুক্রবার ওই নারী বাউফল থানায় এসে অভিযোগ করেছেন। গত বৃহস্পতিবার রাত নয়টার দিকে ওই ঘটনা ঘটেছে বলে ওই নারীর স্বজন ও পুলিশ সূত্রে জানা গেছে। স্থানীয় বাসিন্দা ও ওই নারীর স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, চন্দ্রদ্বীপ ইউনিয়ন পরিষদের (ইউপি) সংরক্ষিত এক মহিলা সদস্য পদপ্রার্থীর পক্ষে কর্মী হিসেবে কাজ করেন ওই নারী। বৃহস্পতিবার রাতে নির্বাচনী প্রচারণা শেষে মহিলা ইউপি সদস্য প্রার্থীর বাড়ি থেকে তাঁর নিজ বাড়িতে ফিরছিলেন তিনি। রাত নয়টার দিকে তিন দুর্বৃত্ত ওই নারীর মুখ চেপে ধরে নির্জন এলাকায় নিয়ে যায় এবং তাঁকে ধর্ষণ করে ফেলে রেখে যায়। পরে স্থানীয় লোকজন এসে ওই নারীকে উদ্ধার করেন। ওই নারী বলেন, তিনি কাউকে চিনতে পারেননি। চন্দ্রদ্বীপের বর্তমান ইউপি চেয়ারম্যান ও চেয়ারম্যান পদপ্রার্থী এনামুল হক ওরফে আলকাচ মোল্লা বলেন, ‘ওই নারীকে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানোর ব্যবস্থা করেছি। এ ছাড়া আইনানুগ সহায়তার জন্য থানায় যেতে বলেছি।’ বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) আল মামুন বলেন, ‘ওই নারী থানায় এসেছেন। তাঁর অভিযোগ শুনছি। বিষয়টি যেহেতু গুরুতর, তাই গুরুত্বসহকারে দেখা হচ্ছে। মামলা প্রক্রিয়াধীন। তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’
Leave a Reply