নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল নগরীর কাউনিয়ার ক্লাবরোডে এক নারীকে পিটিয়ে রক্তাক্ত করার ঘটনায় পুলিশ মামলা গ্রহণে গড়িমসি করছে। এক পক্ষকাল পূর্বে নিপা রাণী সোম নামের নারীকে তার ভাসুর অভিজিৎ সোম পিটিয়ে রক্তাক্ত করে। পুলিশ তাৎক্ষণিক খবরের ভিত্তিতে ঘটনাস্থল পরিদর্শন শেষে মামলা গ্রহণের অভয় দিলেও এখন নাটকীয়তা শুরু করেছে। ভুক্তভোগী নিপার অভিযোগ, তার ভাসুর অভিজিৎ পারিবারিক বিষয়সহ নানান ঘটনায় তাকে শারীরিক নির্যাতন করে আসছিল। মার্চ মাসের মাঝামাঝি সময়ে একদিন তুচ্ছ ঘটনাকে কেন্দ্র আবারও মারধর করে। এর প্রতিবাদ করলে সে লোহার পাইপ দিয়ে পিটিয়ে রক্তাক্ত করলে স্বজনেরা উদ্ধার শের-ই বাংলা মেডিকেল কলেজ (শেবাচিম) হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে কাউনিয়া থানা পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করে এবং জড়িতের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেয়। নিপা রাণীর স্বামী প্রসেনজিৎ সোম জানান, হাসপাতালে চিকিৎসা নেওয়ার পরে স্ত্রীকে নিয়ে থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দেন। কিন্তু সেটি এজাহার না করে ওসি আজিমুল হক থানার উপ-পরিদর্শক (এসআই) হালিমকে তদন্তের দায়িত্ব দেন। অভিযোগ, এসআই হালিম অভিযুক্তের সাথে বিভিন্ন স্থানে চায়ের দোকানে দেখা করে এবং পুরো ঘটনাটি ওসি কাছে ভিন্নভাবে উপস্থাপন করে। এই কারণে গত মঙ্গলবার রাতে ওসি নিপাকে থানায় ডেকে নিয়ে মামলা গ্রহণ করা সম্ভব নয় বলে জানিয়ে দেন। অবশ্য তীব্র আপত্তির বিপরিতে ওসি আজিমুল শেষে অভিযোগটি অপর এক কর্মকর্তাকে দিয়ে তদন্ত করিয়ে দেখার পর মামলা গ্রহণের আশ্বাস দেন। পুলিশের এমন অপেশাদার আচারণে ভুক্তভোগী নিপা ক্ষোভ প্রকাশ করে জানিয়েছেন, ওসি আশ্বাসের পরে দুদিন পেরিয়ে গেলেও কোনো কর্মকর্তা তাদের সাথে যোগাযোগ করেনি। এই বিষয়ে তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশের উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনাসহ কমিশনার বরাবর একটি অভিযোগ দেওয়ার প্রস্তুতি গ্রহণ করেছেন। এদিকে মামলা গ্রহণে গড়িমসির বিষয়টি অস্বীকার করে বলেন- ওসি আজিমুল হক বলছেন, অপরাধ সংঘটিত হলে অবশ্যই মামলা হবে। কিন্তু মামলা গ্রহণের ক্ষেত্রে অভিযোগ তদন্ত করে দেখা পুলিশের দায়িত্ব।’
Leave a Reply