স্টাফ রিপোর্টার ॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেলের করোনা ওয়ার্ডে বিগত ২৪ ঘন্টায় ভর্তি হওয়া ৭ জনসহ মোট চিকিৎসাধীন রয়েছেন ১শ ১২ জন রোগী। এর মধ্যে করোনা পজেটিভ রোগী ২৪ জন। এর আগের ২৪ ঘন্টায় অর্থাৎ গত বৃহস্পতিবার ২৬ জন করোনা পজেটিভসহ চিকিৎসাধীন ছিলেন ১০৫ জন রোগী। গত বুধবার করোনা ওয়ার্ডে রোগী ভর্তি ছিলো ৯৩ জন। যার মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২৫ জনের। করোনা ওয়ার্ডে ১২টি আইসিইউ বেডের মধ্যে ২টি ভেন্টিলেটর বিকল। বাকী ১০টিতেই রোগী চিকিৎসাধীন। এখনও আইসিইউ সেবা পাওয়ার অপেক্ষায় আছেন অন্তত ২০ জন রোগী। মুমূর্ষু রোগীদের প্রয়োজন অনুযায়ী আইসিউই সেবা দিতে পারছেন না হাসপাতাল কর্তৃপক্ষ। এ জন্য জনবল সংকটকে দায়ী করেছেন হাসাপতালের সহকারী পরিচালক ডা. মো. মনিরুজ্জামান। তিনি বলেন, আইসিইউ বিভাগে এখন পর্যন্ত স্থায়ী কোন জনবল দেয়া হয়নি। এ্যানেসথেশিয়া বিভাগ থেকে ডেপুটেশনে ডাক্তার এনে সাময়িক আইসিইউ সেবা চালিয়ে রাখা হচ্ছে। অন্যান্য শ্রেনীর কর্মচারীও নেই। ধার করা চিকিৎসকরা আইসিইউ বিষয়ে তেমন দক্ষ নয়। এতে তারা কাংখিত সেবা দিতে পারছেন না। করোনা মহামারীতে রোগীদের চাহিদা অনুযায়ী আইসিইউ সেবা দিতে জরুরী ভিত্তিতে আইসিইউ বিভাগে দক্ষ জনবল নিয়োগের দাবি জানান সহকারী পরিচালক ডা. মো. মনিরুজ্জামান। এদিকে বিগত ২৪ ঘন্টায় শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে ১৮৪ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ২৭ জনের। শনাক্তের হার ১৪.৬৭ ভাগ। এর আগের (বুধবার) গত ২৪ ঘন্টায় পিসিআর ল্যাবে ১৮১ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪০ জনের। শনাক্তের হার ছিলো ২২.০৯ ভাগ। শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক কার্যালয় এবং মেডিকেল কলেজের পিসিআর ল্যাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।
Leave a Reply