বিনোদন ডেস্ক ॥ অনেক দিন ধরে সিনেমা প্রদর্শনী বন্ধ আছে- এমন ২০টি হল খুলে মুক্তি দেওয়া হলো ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ছবিটি। বন্ধ হলগুলো ছাড়াও চালু আছে এমন আরও ৪০-৪৫টি হলে ছবিটি গতকাল মুক্তি দেওয়া হলো। বিষয়টি নিশ্চিত করেছেন প্রযোজক সেলিম খান। তিনি বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ছবিটি সারাদেশে প্রদর্শনের পরিকল্পনা করেছি আমরা। এ নিয়ে হল মালিকদের কাছ থেকেও সাড়া পেয়েছি। অনেকেই চাচ্ছেন, বঙ্গবন্ধুকে নিয়ে নির্মিত এই ছবি সব শ্রেণির দর্শকের দেখার সুযোগ করে দিতে। যে জন্য চালু হলগুলো ছাড়াও বন্ধ ২০টি হল নতুন করে খুলছে এই ছবির মুক্তি উপলক্ষে। আশা করছি ছবিটি অনেকের মনে দাগ কাটবে। ‘টুঙ্গিপাড়ার মিয়াভাই’ ছবির উপদেষ্টা পরিচালক শামীম আহমেদ রনি। এতে তরুণ বঙ্গবন্ধুর চরিত্রে শান্ত খান এবং বঙ্গবন্ধুর স্ত্রী রেনুর চরিত্রে অভিনয় করেছেন প্রার্থনা ফারদীন দীঘি।
Leave a Reply