ঝালকাঠি প্রতিনিধি ॥ বরিশাল নগরীর কাশিপুর গড়িয়ারপাড় বাজারে স্বর্নের দোকানে দুর্ধর্ষ ডাকাতি হয়েছে। ডাকাতরা নগদ সাড়ে ৩ লক্ষ টাকা,৩০ ভড়ি স্বর্ন ও দুইশ ভড়ি রুপা নিয়ে যায়। ডাকাতরা দোকানের তালা ভেঙে ভেতরে ঢুকে এ ঘটনা ঘটায়। বৃহস্পতিবার ( ১ এপ্রিল) রাত তিনটার দিকে গড়িয়ারপাড় বাজারের মাই চয়েজ মার্কেটে খুশব জুয়েলার্স ফ্লিমস্টাইলে এ ডাকাতির ঘটনা ঘটে। এঘটনায় খুশব জুয়েলার্স এর মালিক সৈয়দ নজরুল ইসলাম খোকন এয়ারপোর্ট থানায় ৩/৪ জনসহ অজ্ঞাতনামা আসামি করে একটি মামলা দায়ের করেছেন। যার মামলা নম্বর ২। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদার। সৈয়দ নজরুল ইসলাম খোকন মীর ২ নং কাশিপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ড মগড়পাড়া গ্রামের বাসিন্দা বলে জানা গেছে। স্থানীয়দের ভাষ্য হচ্ছে,ঘটনার সময় ডাকাতরা বাজারের দুই প্রহরীকে হাত-পা ও মুখ বেঁধে মারধর করে পাসের ডোবায় ফেলে দেয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিমে ভর্তি করেন। নৈশ প্রহরীর মধ্যে আইয়ুব আলীকে গতকাল ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে। তবে অপর নৈশি প্রহরী আলতাফকে শেবাচিমে ভর্তি করা হয়েছে। মাই চয়েজ মার্কেটের সামনে দুই নৈশ প্রহরীকে রাম দাও দেখিয়ে জিম্মি করে ফেলে। পরে তাদের হাত-পা ও মুখ বেঁধে মারধর করলে তারা জ্ঞান হারিয়ে ফেলেন। ওই অবস্থায় দুই নৈশী প্রহরীকে মার্কেটের পাশের একটি ডোবায় ফেলে যায় ডাকাতরা। একপর্যায়ে ডাকাতরা তালা ভেঙে স্বর্নের দোকানে প্রবেশ করে। ধারনা করা হচ্ছে ডাকাতরা রাত ৩ টা থেকে ৪টা পর্যন্ত ডাকাতি করে। খুশব জুয়েলার্স এর মালিক সৈয়দ নজরুল ইসলাম খোকন মীর জানান,ডাকাতরা এ সময় দোকানের একটি লোহার সিন্দুক মিনি ট্রাকে উঠিয়ে নিয়ে যায়। ভোর সাড়ে ৫টার দিকে প্রহরীদের ডোবার পাশে পরে থাকতে দেখে আশপাশের লোকজন চিৎকার শুরু করেন। পরে তাদের উদ্ধার করে বরিশাল শেবাচিমে ভর্তি করেন। এবিষয় এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ কমলেশ চন্দ্র হালদার বলেন, ডাকাতি না চুরি সেটা এই মুহুর্তে বলা সম্ভব না। আসামিদের গ্রেফতার করতে পুলিশের একটি টিম কাজ করছে।
Leave a Reply