মুলাদী প্রতিনিধি ॥ খেলা ধুলা যুব সমাজকে মাদক থেকে দূরে রাখে, শরীর মন সুস্থ রাখতে খেলা ধুলার বিকল্প নাই উল্লেখ্য করে মুলাদীতে মুজিব বর্ষ ক্রিকেট টুনার্র্মেন্টের ফাইনাল খেলার পুরস্কার বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি’র বক্তব্যে বলেন উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব তারিকুল হাসান খান মিঠু। গতকাল সকাল ১০ টায় মুলাদী মধ্য তেরচর জুনিয়ার টাইগার কর্তৃক আয়োজিত মুজিববর্ষ ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গফুর মল্লিক বালিকা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মাঠে অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ন্যাশনাল ব্যাংক এর সিনিয়র এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট ও বরিশাল শাখার ব্যবস্থাপক মোঃ শহিদুল ইসলাম। মুলাদী গফুর মল্লিক বালিকা বিদ্যালয়ের ক্রিড়া শিক্ষক মোঃ দিদারুল আহসান খান এর পরিচালনায় ফাইনাল খেলার পুরস্কার বিতরনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজ সেবক হাজী আঃ রশিদ মল্লিক, ২নং ওয়ার্ড কাউন্সিলার জাফর মল্লিক, উপজেলা জাতীয় পার্টির সহ-সভাপতি মাহমুদ খান, সমাজ সেবক সেলিম আহমেদ দুলাল মল্লিক, উপজেলা আওয়ামী লীগ নেতা এ্যাড পলাশ, সাবেক কাউন্সিলার ও যুবলীগ নেতা আলমগীর হোসেন, গোলাম মোস্তফা মল্লিক, নবীন মল্লিক, উপজেলা স্বেচ্ছাসেবক লীগ এর সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম হিরন, উপজেলা ছাত্রলীগ সভাপতি জুবায়ের আহমেদ জুয়েল, যুগ্ন সাধারণ সম্পাদক মেহেদী হাসান ইমাম সহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ। খেলার সার্বিক তত্তাবধানের দায়িত্বে ছিলেন মুশফিকুর রহমান পাপ্পু, মুরাদ মল্লিক, রাকিব মল্লিক, সুজন সরদার। উক্ত ফাইনাল খেলায় কিংস অব তেরচরকে হারিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে মুলাদী পৌরসভা যুবলীগ নেতা হাজী মোঃ মামুন হাওলাদার ও বাবুল শেখ এর তেরচর সিনিয়র একাদশ। খেলা শেষে বিজয়ীদের মাঝে ১ম পুরস্কার হিসেবে একটি ফ্রিজ ও রানার আপ দলের মাঝে একটি ৩২ইঞ্চি টিভি তুলে দেন প্রধান অতিথি। খেলায় ম্যান অব দ্যা সিরিজ এর গৌরব অর্জন করে মোঃ গালিব খান।
Leave a Reply