গৌরনদী প্রতিনিধি ॥ মহামারী করোনা ভাইরাস সংক্রমনের দ্বিতীয় ঢেউ শুরু হওয়ায় দেশের জনসাধারনের প্রতি মাস্ক ব্যবহারের সরকারি নির্দেশনা অমান্য করায় গতকাল শনিবার সকালে ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে বরিশালের গৌরনদীতে ব্যবসায়ী, পথচারী, বাস কাউন্টারের মালিক, যানবাহনের শ্রমিক ও জাটকা ইলিশ বিক্রেতাসহ ১১জনকে নগদ ৫হাজার ৭শত টাকা জড়িমানা করেছে। গৌরনদী উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী মেজিষ্ট্রেট বিপিন চন্দ্র বিশ্বাসের নেতৃত্বে গতকাল গতকাল সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত বরিশাল-ঢাকা মহাসড়কের গৌরনদী বাসষ্ট্যান্ড ও উপজেলার সর্ববৃহত বানিজ্য বন্দর টরকী বন্দরে ভ্রাম্যমান আদালতের এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সরকারি স্বাস্থ্যবিধি অমান্য করে মাস্ক ব্যবহার না করায় গৌরনদী বাসষ্ট্যান্ডের ইসলামিয়া কৃষি মেশিনারী ষ্টোরের মালিককে ৫০০ টাকা, একটি ফলের দোকানীকে মালিককে-২০০ টাকা, বিএমএফ পরিবহনের কাউন্টার মালিককে ২০০ টাকা, এক পথচারীকে ১০০টাকা এবং টরকী বন্দরের সরকার মেডিকেল হলের মালিককে ১০০০টাকা, ভিভো মেডিকেল কর্নারের মালিককে ১০০০টাকা, মামুন ইলেকট্রনিকের মালিককে ১০০০টাকা, এক পথচারীকে ৫০০টাকা, জুয়েল ইলেকট্রনিকের মালিককে ১০০টাকা, ভাইভাই টেলিকমের মালিককে ১০০ টাকা করে জড়িমানা ধার্য্যকরে তাৎক্ষনিক তা আদায় করা হয়। একই সময়ে টরকী বন্দরের মাছ বাজারে জাটকা ইলিশ বিক্রির দায়ে উপজেলার সুন্দরদী গ্রামের মাছ বিক্রেতা মোঃ মিলনকে ১০০০টাকা জড়িমানা করা হয়। অভিযানকালে গৌরনদী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক পরিধানবিহীন ব্যবসায়ী, যান-বাহনের চালক, শ্রমিক ও পথচাচীদের মুখে বিনামুল্যে মাস্ক পড়িয়ে দেয়া হয়।
Leave a Reply