চরফ্যাসন প্রতিনিধি॥ চরফ্যাসনের দক্ষিণ আইচা থানা এলাকায় শারিরিক প্রতিবন্ধী গৃহবধুকে যৌন নিপিড়নের অভিযোগ উঠেছে দুলাল হোসেন নামের এক প্রভাবশালীর বিরুদ্ধে। নিপিড়নের প্রতিবাদ কারায় দুলালের পরিবারের লোকজন ভিক্টিম গৃহবধুকে মারধর করে আহত করেছে। হামালায় আহত গৃহবধুকে তার স্বজনরা উদ্ধার করে রাতে চরফ্যাসন হাসপাতালে ভর্তি করা করেছে। এঘটনায় ভিক্টিম বাদী হয়ে দুলাল হোসেনের বিরুদ্ধে যৌন নিপিড়নের অভিযোগ ও তার বাবা শাসুদ্দিন, ভাই ইমন, মা নাজমার বিরুদ্ধে মারধরের অভিযোগ এনে দক্ষিণ আইচা থানায় লিখিত অভিযোগ দাখিল করেছেন। তবে থানা পুলিশ মামলা না নিয়ে নিপিড়নের শিকার নারীকে সমোঝতার জন্য চাপ দেয়ার অভিযোগ উঠেছে। গত ২ এপ্রিল শুক্রবার বিকালে নজরুল নগর ইউনিয়নের চর আরকলমী গ্রামে অভিযুক্তের বাড়ির পাশের খাল পাড়ের রাস্তার ওপর এ এঘটনা ঘটে। অভিযুক্ত দুলাল হোসেন একই গ্রামের শামসুদ্দিনের ছেলে। ভিক্টিম ও এজাহার সুত্রে জানাযায়, অভিযুক্ত দুলাল হোসেন বিজির সদস্য। একই গ্রামে বসবাসের সুত্রে বিজিবি সদস্য দুলাল হোসেন ছুটিতে নিজ বাড়িতে আসলে ভিক্টিম গৃহবধুকে অনৈতিক প্রস্তাব দিয়ে আসছিলেন। তার প্রস্তাবে সাড়া না পেয়ে বিভিন্ন সময় তাকে ভয়-ভীতি দেখাত। ঘটনারদিন ভিক্টিম গৃহবধু অভিযুক্ত দুলালের বাড়ি সংলগ্ন খালপাড়ে রাস্তা দিয়ে নিজ বাড়িতে ফিরছিলেন। এসময় অভিযুক্ত দুলাল তাকে ঝাপটে ধরে যৌন নিপিড়ন করেন। ভিক্টিম প্রতিবাদ করলে তাকে মারধর করা হয়। মারধরে শিকার হয়ে ওই গৃহবধু অভিযুক্ত দুলালের বাড়িতে গিয়ে অভিবাকদের জানালে, তার বাবা শাসুদ্দিন ও ভাই ইমন, মা নাজমা মিলে তাকে বাড়ির উঠানে ফেলে দ্বিতীয় দফায় মারধর করে। আহতাবস্থায় স্বজনরা তাকে উদ্ধার করে রাতেই চরফ্যাসন হাসপাতালে ভর্তি করেন। ভিক্টিম গৃহবধুর বাবা জানান, হামলাকারীদের মারধরে গুরুতর আহত মেয়েকে উদ্ধার করে চিকিৎসার জন্য চরফ্যাসন হাসপাতালে আনার পর দুলাল হোসেন দলবল নিয়ে হাসপাতাল চত্তরে তাকেও মারধর করে। এঘটনায় ভিক্টিম বাদী হয়ে দক্ষিণ আইচা থানায় লিখিত এজাহার দাখিল করলেও মামলটি নথিভুক্ত না করে বিবাদীদের সাথে সমোঝতার জন্য চাপ দিয়ে সময় ক্ষেপন করছেন পুলিশ। তবে অভিযুক্ত দুলাল হোসেন জানান, যৌন নিপিড়নের বিষয়টি সঠিক নয়। তারা আমার পরিবার ও আমাকে হয়রানীর করার জন্য অহেতুক অভিযোগ তুলেছে। উল্টো আমার পরিবারের লোকজনকে মারধর করেন। দক্ষিণ আইচা থানার ওসি(তদন্ত) মিলন কুমার ঘোষ জানান, ভিক্টিমকে সমোঝতার জন্য চাপ দেয়ার বিষয়টি সঠিক নয়। এঘটনায় ভিক্টিম বাদী হয়ে একটি লিখিত এজাহার দিয়েছেন। ঘটনাটির তদন্ত করে আইনি ব্যবস্থা নেয়া হবে।
Leave a Reply