নিজস্ব প্রতিবেদক ॥ বরেন্য শিক্ষাবিদ বরিশালের শিক্ষা গুরু প্রয়াত প্রফেসর মোহাম্মদ হানিফ স্বরনে স্বরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ জোহর বরিশাল কাশিপুরস্থ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ইনিস্টিটিউটে এ স্বরন সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ইনিস্টিটিউটের সভাপতি ও বিএম কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর ফজলুল হক। স্মৃতিচারন করে স্মরণসভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাহেবের হাট ডিগ্রী কলেজের অধ্যক্ষ মশিউর রহমান, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষনা পরিষদের পরিচালক প্রফেসর ড. মোঃ মনিরুজ্জামান, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ইনিস্টিটিউটের শিক্ষক প্রতিনিধি সদস্য প্রবীন শিক্ষক মাহবুবা বেগম, আমানতগঞ্জ বিএড কলেজের অধ্যক্ষ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ইনিস্টিটিউটের সদস্য লতিফুন্নেছা চৌধুরী, বরিশাল জেলা তথ্য অফিসের পরিচালক মোঃ জাকির হোসেন, গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ইনিস্টিটিউটের অধ্যক্ষ মোঃ মাহবুব আলম। এছাড়া অনুষ্ঠানে প্রফেসর হানিফের পুত্র আবু জাফর মোঃ ওবায়েদুল্লাহ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ইনিস্টিটিউটের শিক্ষক ও সদস্য পঙ্কজ কুমার সরকার। স্মরণসভা শেষে মরহুমের রুহের আত্নার মাগফিরাত কামনা করে দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। ক্যাপশনঃ প্রফেসর মোহাম্মদ হানিফ স্বরনে গতকাল কাশিপুরস্থ গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান ইনিস্টিটিউটে স্বরন সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply