নলছিটি প্রতিনিধি ॥ ঝালকাঠির নলছিটিতে সূর্যমুখী ফুলের বাম্পার ফলন হয়েছে। উপজেলার সারদল গ্রামের কৃষক মো. হেলাল তালুকদার কৃষি সম্প্রসারন অধিদপ্তরের সহায়তায় ৩৩শতাংশ জমিতে সূর্যমুখী ফুলের আবাদ করেন। হাইব্রিড এফ-১-২৭৫জেবিএস জাতের উচ্চ ফলনশীল সূর্যমুখী ফুল গত ১৮জানুয়ারী বিজ বপন করেন এবং ফলনও বেশ ভালো পেয়েছেন। সূর্যমুখী ফুল থেকে মূলত কোলেস্টরল মুক্ত তৈল পাওয়া যায় যা স্বাস্থ্যের জন্য খুবই উপকারী এবং গৃহপালিত পশু পাখির খাদ্য হিসেবেও ব্যবহৃত হয়। প্রতিদিন অসংখ্য মানুষ তার ফুল চাষের জায়গা পরিদর্শন করতে আসছেন। তবে আর কিছুদিন গেলেই তার ফুল পাকতে শুরু করবে তাই তাকে এখনই ফুল বিক্রি করার প্রস্তুতি হচ্ছে। এরই মাঝে জোয়ারের পানিতে বেশ কয়েকবার তার ক্ষেত তলিয়ে গিয়েছে। যার কারনে মাটি নরম হয়ে যাওয়ায় অনেক ফুলগাছ ঢলে মাটিতে পরে নষ্ট হয়ে যাচ্ছে। এ ব্যাপারে কৃষক মো. হেলাল তালুকদার বলেন আমাকে এখন ক্রেতা খুজতে হচ্ছে। কিন্তু এই ফসলের ক্রেতা আমাদের অঞ্চলে তেমন নেই বললেই চলে। তাই বেশ চিন্তায় আছি শেষ পর্যন্ত অবিক্রিত থাকার কারনে ফসল ক্ষেতেই নষ্ট হয়ে যায় কিনা। এ ব্যাপারে জানতে চাইলে উপজেলা কৃষি অফিসার ইসরাত জাহান মিলি বলেন, আমরা শুরু থেকেই কৃষকদের পাশে ছিলাম যদি তারা ফসল বিক্রি করার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন আমরা অবশ্যই সহায়তা করতে পারবো। যদিও ঝালকাঠি জেলার আশেপাশে এই ফুল থেকে তৈল বের করার মতো উপযুক্ত কোন মিল নেই।
Leave a Reply