গলাচিপায় প্রতিনিধি ॥ পটুয়াখালীর গলাচিপায় স্বাস্থ্যবিধি উপেক্ষা করে আগের মতোই মাছ ও সবজি বাজার বসানো হয়েছে। লকডাউন ঘোষণা হওয়ার পরও রবিবার সকাল থেকে বাজারগুলোতে দেখা যাচ্ছে মানুষের ভিড়। ফলে সাধারণ মানুষের মাঝে বাড়ছে করোনা সংক্রমণের ঝুঁকি। এছাড়া যাত্রীবাহী লঞ্চগুলোতে ছিল বাড়ি ফেরা মানুষের উপচেপড়া ভিড়। সেখনেও মানা হয়নি স্বাস্থ্যবিধি। তবে সরকারি নিষেধজ্ঞা মেনে পৌর শহরসহ উপজেলার সব বাজারের দোকানপাট বন্ধ রয়েছে। উপজেলা নির্বাহী অফিসার আশিষ কুমান জানান, মাছ ও সবজি বাজার খোলা মাঠে বসানোর ব্যাপারে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া উপজেলার বাজারগুলোতে মোবাইল কোর্ট পরিচালনা করা হচ্ছে।
Leave a Reply