মঠবাড়িয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের মঠবাড়িয়ায় আল আমিন (২১) নামে এক কলেজ ছাত্রকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। নিখোঁজের এক দিন পর রবিবার রাতে উপজেলার উত্তর ভেচকী গ্রামের (বাইশকুড়া বাজারের উত্তর পার এলাকা) ফসলের মাঠ থেকে ওই কলেজ ছাত্রের লাশ উদ্ধার করেছে থানা পুলিশ। নিহত আল আমিন উত্তর ভেচকী গ্রামের ক্ষুদ্র ব্যবসায়ী সিদ্দিক আকনের ছেলে ও ডৌয়াতলা ওয়াজেদ আলী খান কলেজের অনার্স ১ম বর্ষের ছাত্র ছিল। ঘটনার দিন রাতে বাইশকুড়া বাজারে নিহত আল আমিন রাত সাড়ে ৯টার দিকে দোকান থেকে বাড়ি ফেরার পথে সে অপহৃত হয় বলে ধারনা করছেন স্বজনরা। এ ঘটনায় নিহতের বাবা সিদ্দিক আকন গতকাল সোমবার দুপুরে অজ্ঞাতনামা আসামী করে মঠবাড়িয়া থানায় একটি হত্যা মামলা দায়ের করেছেন। এ হত্যাকান্ডের ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য সন্দেহজনক ৫ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলো, একই এলাকার আলম আকনের ছেলে সোহেল (২০), ওয়ারেচ খানের ছেলে আল আমিন (২১), সেলিম হাওলাদারের ছেলে আরিফ (২১), মৃত গফ্ফার সরদারের ছেলে হুমায়ুন (২২) ও আলম বেপারীর ছেলে আরিফ (২১)। পিরোজপুর জেলা পুলিশ সুপার হায়াতুল ইসলাম খান সোমবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। এ সময় তিনি সাংবাদিকদের জানান, হত্যার রহস্য উদঘাটন ও খুনিদের গ্রেফতারে থানা পুলিশের পাশাপাশি ডিবি ও পিবিআইয়ের কয়েকটি টিম মাঠে কাজ করছে। মঠবাড়িয়া থানার ওসি মাসুদুজ্জামান মিলু জানান, নিহত ওই কলেজ ছাত্রের লাশ ময়নাতদন্তের জন্য সোমবার সকালে জেলা মর্গে প্রেরণ করা হয়েছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের জন্য ৫ জনকে আটক করা হয়েছে। তিনি আরও জানান, প্রেম, পার্শ্ববর্তী ডৌয়াতলা ইউ,পি নির্বাচনের জের ও মাদক ব্যবসা এ তিনটি বিষয় নিয়ে হত্যার রহস্য উদঘাটনে পুলিশ কাজ করছে।
Leave a Reply