বিনোদন ডেস্ক ॥ করোনাক্রান্ত অভিনেতা আবুল হায়াত হাসপাতালে ভালো আছেন। সোমবার আবুল হায়াত জানালেন, সিসিইউ থেকে তাকে গতকাল কেবিনে স্থানান্তর করা হয়েছে। এখানে বই পড়েই কাটছে তার সময়। এর আগে করোনা পজিটিভ হলে গত বুধবার রাতে হাসপাতালে ভর্তি করা হয় আবুল হায়াতকে। অবস্থা কিছুটা জটিল হওয়ায় হাসপাতালের সিসিউতে রাখা হয় তাকে। পূর্ব থেকেই হার্টের কিছু জটিলতা ছিলো তার। করোনায় আক্রান্ত হলে সে জটিলতা বেড়ে যাওয়ায় সিসিউতে নেয়া হয়। দেওয়া হয় প্লাজমা। সোমবার প্রবীন এ অভিনেতা বললেন, ‘অবস্থা এখন অনেক বেটার। তাই ডাক্তার কেবিনে শিফট করেছেন। চিকিৎসক, নার্সদের প্রতি কৃতজ্ঞতা জানাই আমি।কারণ আমাকে পর্যাপ্ত দেখভাল করছেন। তাদের সেবায় কারণে এখান অনেক ভালো আছি।’ তবে শারীরিক অবস্থার উন্নতি হলেও অক্সিজেন প্রয়োজন হচ্ছে তার। আগামীকাল ফের করোনা পরীক্ষা করার কথা রয়েছে। রিপোর্ট নেগেটিভ হলেই বাসায় ফেরার অনুমতি পাবেন এ অভিনেতা।
Leave a Reply