নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ ঘন্টায় করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু হয়েছে। অপরদিকে, বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন এক ব্যক্তি করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে। এদিকে গত ২৪ ঘন্টায় নতুন ভর্তি হওয়া ১৪ জনসহ মঙ্গলবার শের-ই বাংলা মেডিকেলে চিকিৎসাধীন ছিলেন ১১৫জন রোগী। এদের মধ্যে করোনা শনাক্ত হয়েছে ২২জনের। অপরদিকে গত সোমবার রাতে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার রিপোর্টে সর্বাধিক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। হাসপাতালের সহকারী পরিচালক ডা. মো. মনিরুজ্জামান জানান, গত ২৪ ঘন্টায় এই হাসপাতালে একজন করোনা পজেটিভসহ ১৪ জন রোগী ভর্তি হয়েছে। মোট চিকিৎসাধীন ১১৫ জনের মধ্যে ২২জনের করোনা পজেটিভ। এই সময়ে করোনার উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ২ জনের। তবে তারা করোনায় আক্রান্ত ছিলেন কিনা তা নিশ্চিত নয়। এ কারনে মারা যাওয়া ২ জনের নমূনা করোনা পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠানো হয়েছে। এ নিয়ে গত বছরের ১৭ মার্চ থেকে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ওয়ার্ডে চিকিৎসা নিয়েছেন ৩ হাজার ৫শ’ ১১জন রোগী। যার মধ্যে মৃত্যু হয়েছে ৫০২ জনের। এদের মধ্যে ১৪৬ জনের করোনা ছিলো পজেটিভ। অপরদিকে গত সোমবার রাতে মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার রিপোর্টে সর্বাধিক ব্যক্তির করোনা শনাক্ত হয়েছে। ওইদিন রাতে ১৮৬ জনের নমূনা পরীক্ষায় ৫৮ জনের রিপোর্ট পজেটিভ হয়। শনাক্তের হার ছিলো ৩১.১৮। যা শের-ই বাংলা মেডিকেল কলেজের আরটি পিসিআর ল্যাবের ইতিহাসে সর্বোচ্চ শনাক্ত বলে জানিয়েছেন মেডিকেলের তথ্য সংরক্ষক জে. খান স্বপন। এদিকে মঙ্গলবার সকাল ১১ টার দিকে বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় করোনা আক্রান্ত হয়ে মো. আবদুল খালেক (৬৬) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই উপজেলার কেদারপুর ইউনিয়নের ভূতেরদিয়া গ্রামের সৈয়দ আলী বেপারীর ছেলে ছিলো। বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় এই প্রথম করোনা আক্রান্ত কোন রোগীর মৃত্যু হল। বাবুগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সুবাস সরকার জানান, আবদুল খালেক সর্দি-জ্বর ও পাতলা পায়খানা জনিত সমস্যা নিয়ে গত বুধবার স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
Leave a Reply