কাঠালিয়া প্রতিনিধি ॥ ঝালকাঠির কাঠালিয়ার স্কুল ছাত্রী জিবু আক্তারের দেখা হলো না বোন তামান্নার সাথে। করোনায় স্কুল বন্ধ থাকায় ৫ম শ্রেণির ছাত্রী জিবু নারায়ানগঞ্জে বড় বোন লিপির বাসায় বেড়াতে যান। লকডাউনের বন্ধ থাকায় মেজ বোন তামান্নার মুন্সীগঞ্জের বাসায় দুলাভাই খাইরুল ও বোন লিপিকে নিয়ে বেড়ানোর ইচ্ছে ছিলো তামান্নার বাসায়। তাই গত ৪ এপ্রিল রোববার মুন্সীগঞ্জে বোন তামান্নার বাসায় যাওয়ার পথে সাবিত আল হাসান নামক লঞ্চ শীতালক্ষ্যা নদীতে ডুবে যায়। লিপি ও খাইরুল প্রানে বেঁচে গেলেও জিবু আক্তার চলে গেলেন না ফেরার দেশে। গত ০৫ এপ্রিল সোমবার লঞ্চটি উদ্ধার হলে ভিতর থেকে উদ্ধারকারীরা জিবু আক্তারের নিথর মরদেহটি বেড় করে নিয়ে আসেন। পরিবারের সদস্যদের মাঝে শুরু হয় শোকের মাতম। জিবু দক্ষিন চেঁচরী গ্রামের তোফাজ্জাল হাওলাদারের ৫ কন্যা সন্তানের সর্ব কনিষ্ঠ সন্তান। সে ৭৪নং দক্ষিন পূর্বক চেঁচরী জমাদ্দার হাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৫ম শ্রেণিতে অধ্যায়নরত ছিলেন। স্কুল বন্ধ থাকায় কিছু দিন পূর্বে নারায়ানগঞ্জে বোনের বাসায় বেড়াতে গিয়েছিলেন জিবু আক্তার।
Leave a Reply