রাজাপুর প্রতিনিধি ॥ ঝালকাঠির রাজাপুরে শুক্তাগড় মাহামুদিয়া দাখিল মাদ্রাসায় নবসৃষ্ট পদে ‘নিরাপত্তা’ কর্মী নিয়োগে অনিয়মের অভিযোগে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান ও জেলা মাধ্যমিক শিক্ষা অফিসারসহ ১৪ জনের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে। এর প্রেক্ষিতে বিবাদীদের কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন আদালত। ঝালকাঠির সিনিয়র সহকারী জজ আদালতের বিচারক সোমবার (৫ মার্চ) আগামী সাত দিনের মধ্যে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সাতজন বিবাদীকে কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে জবাব দেওয়ার নির্দেশ দেন। এর আগে, গত ৩১ মার্চ নিয়োগবঞ্চিত আবুল কালাম আদালতে মামলাটি দায়ের করেন। পরে বুধবার বাদী পক্ষের দেওয়ানী কার্যবিধির ৩৯ অর্ডারের ১/২ রুলের বিধান মতে স্থানীয় আওয়ামী লীগ নেতা গভর্নিং বডির সভাপতি মো. ইদ্রিস আলী, মাদ্রাসা সুপার এফ এমন মাহাবুবুর রহমান ও মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালকসহ সাতজনের বিরুদ্ধে মামলা চলাকালে অস্থায়ী নিষেধাজ্ঞার আবেদন করা হলে বিজ্ঞ বিচারক মামলার পরবর্তী শুনানির তারিখ পর্যন্ত স্থিতি অবস্থা বজায় রাখাসহ কারণ দর্শানোর এ আদেশ দেন। জানা যায়, গত বছরের ৯ ডিসেম্বর নিরাপত্তা কর্মী নিয়োগের জন্য জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী কর্তৃপক্ষ ১০টি আবেদন গ্রহণ করা হয়। গত ২০মার্চ (শনিবার) ঝালকাঠি ইসলামিয়া ফাজিল মাদরাসায় নিয়োগ পরীক্ষার আয়োজন করেছিলেন মাদরাসা কর্তৃপক্ষ। সেখানে আবেদন করা ১০ জনের মধ্যে সাতজন লিখিত ও মৌখিক পরীক্ষায় অংশগ্রহন করেন। উল্লেখ্য, নিরাপত্তাকর্মী পদে চাকরির জন্য নিয়োগ বঞ্চিত পাঁচজন আবেদনকারী মিলে রাজাপুর প্রেসক্লাব মিলনায়তনে ২২ মার্চ সকালে মাদরাসা পরিচালনা পর্ষদের সভাপতি মো. ইদ্রিস আলী হাওলাদারের বিরুদ্ধে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে মোটা অংকের অর্থের বিনিময়ে যোগসাজশে নিয়োগ দেওয়ায় তা বাতিলের দাবিতে সংবাদ সম্মেলন করেন।
Leave a Reply