মেহেন্দিগঞ্জ প্রতিনিধি ॥ বরিশালের মেহেন্দীগঞ্জে মাংস বিক্রির জন্য অসুস্থ গরু জবাইয়ের আগ মুহুর্তে মাংস বিক্রেতা মো: শহিদুল ইসলামকে আটক করা হয়েছে। পরে তাকে ২০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে। মঙ্গলবার সকালে উপজেলার প্রধান বন্দর পাতারহাট বাজার থেকে অসুস্থ গরুটি উদ্ধার ও মাংস বিক্রেতা শহিদুলকে আটক করা হয়। ভ্রাম্যমান আদালতের বিচারক ও মেহেন্দীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা পিজুস চন্দ্র দে বলেন, মঙ্গলবার পাতারহাটে সাপ্তাহিক বাজার। এ কারনে স্বাভাবিকের চেয়ে কয়েকগুন বেশী লোকের সমাগম ঘটে। খাবার দোকানেও বেচাকেনা হয়ে অনেক বেশী। এ সুযোগে খাবার হোটেলে মাংস বিক্রির জন্য অসুস্থ গরুটি কম দামে ক্রয় করেন মাংস বিক্রেতা শহিদুল। স্থানীয়দের মাধ্যমে তিনি এখবর পেয়ে গরুটি জব্দ ও শহিদুলকে আটক করে ২০ হাজার টাকা জরিমানা করেছেন। উপজেলা প্রানীসম্পদ কর্মকর্তা ডা: প্রকাশ বিশ^াস জানান, গরুটির গোটা শরীরে ঘা ও ক্ষত রয়েছে। এটি তার জিম্মায় রেখে চিকিৎসা দেয় হচ্ছে। সুস্থ হলে নিলাম করে এর অর্থ সরকারি কোষাগারে জমা দেয়া হবে।
Leave a Reply