ঝালকাঠি প্রতিনিধি ॥ ঝালকাঠিতে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আরও ১৫ জন আক্রান্ত হয়েছে। এই নিয়ে ঝালকাঠি জেলায় ৯৩২ জন আক্রান্ত হয়েছে। ঝালকাঠি জেলায় স্বাস্থ্য বিভাগ ৪৫৯০ জনের নমুনা পরীক্ষা করেছে। সুস্থ হয়েছেন ৮৩৪ জন ও মৃত্যু হয়েছে ২২ জনের। বর্তমানে ৭৬ জন হোম আইসোলিয়েশনে রয়েছে। ঝালকাঠির সিভিল সার্জন ডা. রতন কুমার ঢালী এই তথ্য জানিয়েছেন। ঝালকাঠিতে ২ টি ভ্রাম্যমান আদালত স্বাস্থ্যবিধি অনুযায়ী মাস্ক ব্যাবহার না করায় ৭ জনকে ১১০০টাকা এবং অপর একটি ভ্রাম্যমান আদালত লকডাউন অমান্য করে ব্যবসা প্রতিষ্ঠান খোলা রাখার দায়ে ৮ জনকে ১৪ হাজার টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার পরিচালিত মোবাইল কোর্ট দুটি পরিচালনা করেন আবু মুছা ও মিলন চাকমা এবং সিফাত বিন সাদেক ও সায়েদ ইমরান। এদিকে দ্রুবতারা ইয়ুথ ডেভলপমেন্ট ফাউন্ডেশন মঙ্গলবার শহরে ঘুরে ঘুরে পথচারীদের মধ্যে মাস্ক, সাবান ও সচেতনতামূলক লিফলেট বিতরণ করেছে। এ সময়ে সংগঠনের সংগঠনের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার এইচ এম গিয়াস উদ্দিন ইসলাম, জেলা শাখা সভাপতি হুমায়ুন কবির সাগর ও অমলেস রায়সহ সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।
Leave a Reply