নিজস্ব প্রতিবেদক ॥ বরিশাল সদর উপজেলার জাগুয়া ইউনিয়নে চন্দ্রীপুর গ্রামে চাপারাশী বাড়ীতে পেশি শক্তির জোড়ে আদালতের নির্দেশ অমান্য ও পুলিশের বাধা উপেক্ষা করে কালাম (৪০), রফিক(৩৮), মোতালেব হাওলাদার (৫০), সোহাগ (২৯) ও রহমত (২৭) সহ একাধিক ব্যক্তি একজোটে ইউসুব হাওলাদারের বসতবাড়ী দখল করে বহুতল ভবন নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ভুক্তভোগি ইউসুফ হাওলাদার প্রবাসে থাকার সুবাদে সুযোগ বুঝে একজোটে তারা জমি দখল করে ভবন নির্মাণ করছে।
বরিশাল জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে এম.পি.কেস নং ২৭/২০২০ (সদর) ফৌজদারী কার্য্যবিধি আইনের ১৪৪/১৪৫ ধারায় সম্পত্তিতে দখলদাররা যাতে বেআইনীভাবে অনুপ্রবেশ করে জমি জবর দখল করতে না পারে তার জন্য মামলা দায়ের করেন ইউসুফ হাওলাদেরের মা দাবী দুলুফা বেগম (৭০)।
বিজ্ঞ ম্যাজিস্ট্রেট বিরোধীয় সম্পত্তির শান্তি শৃংঙ্খলা রক্ষার্থে কার্যক্রম বন্ধ রাখার নির্দেশ দেয়। কিন্তু বিবাদী গন পুলিশের উপস্থিতি টের পেয়ে কাজ বন্ধ রাখে, কিন্তু সুযোগ বুঝে রাতের আঁধারে অর্ধশত লোক নিয়োগ করে বহুতল ভবন নির্মাণ কাজ চালিয়ে যাচ্ছে এবং বাদীকে জীবন নাশে হুমকি দিয়ে যাচ্ছে। এমতা অবস্থায় বাদীর জীবনের নিরাপত্তা হুমকির মুখে পরেছে।
Leave a Reply