পিরোজপুর প্রতিনিধি ॥ পিরোজপুরের নেছারাবাদ, নাজিরপুর, কাউকাখালি ও মঠবাড়িয়ায় করোনার বিস্তার ঠেকাতে এক সপ্তাহের কঠোর বিধিনিষেধ চললেও স্বাস্থ্যবিধি মানছে না সাধারণ মানুষ। ঢিলেঢালা নিষেধাজ্ঞা ও করোনা প্রতিরোধ কার্যকর করা নিয়ে আইনশৃঙ্খলা বাহিনী মাঠে কাজ করলেও প্রশাসনের নজরদারি এরিয়ে বিভিন্ন মহলের গলির ভিতরের রাস্তার দুই পাশে কাচাবাজর, শপিং বিপণিবিতানগুলোর অধিকাংশই নিষেধজ্ঞা অমান্য করে খোলা রাখা হচ্ছে। পুলিশ মাঠে থাকলেও স্বাস্থ্যবিধি মানছে না বিভিন্ন শ্রমজীবী মানুষসহ বিভিন্ন দোকানীরা। বিভিন্ন বিপণিবিতান দোকানিরা বলছেন, আর মাত্র কয়েক দিন পরেই ঈদ এখনই আমাদের কেনা-বেচার সময় যদি এখন বিপণিগুলো খোলা রাখা না হয় তা হলে সারা বছরের লোকশান পুশিয়ে উঠা সম্ভাব হবে না। তৃতীয় দিনের লকডাউনে বিভিন্ন্ যানবাহনসহ হাট-বাজার ওলি-গলিগুলোতে লোকজনসহ যানবাহন চলাচল লক্ষ্য করা গেছে। পিরোজপুর সিভিল সার্জন মোঃ হাসানাত ইউসুব জাকী জানান, দ্বিতীয় ধাপে করোনার প্রভাব বাড়ছে, এর প্রতিরোধে আমাদের মাঠ কর্মীসহ জেলা স্বাস্থ্যা বিভাগের সকল কর্মকর্তা ও কর্মচারীরা স্বাস্থ্যবিধিসহ এর প্রতিরোধে কাজ চালিয়ে যাচ্ছে। নেছারাবাদ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মোশারফ হোসেন বলেন, প্রতিদিন সামাজিক দুরত্ব ও করোনা প্রতিরোধে অভিযান অব্যাহত রয়েছে।
Leave a Reply