গলাচিপা প্রতিনিধি ॥ পটুয়াখালীর গলাচিপায় জমি নিয়ে বিরোধে জের ধরে প্রতিপক্ষের হামলায় নারীসহ একই পরিবারের ৩ ব্যক্তি আহত হয়েছেন। উপজেলার ডাকুয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে গত সোমবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। প্রতিপক্ষের হামলায় আহতরা হলেন- কৃষ্ণপুর গ্রামের একই পরিবারের মো. ইউসুফ শিকদারের স্ত্রী মোসা. ছানিয়া বেগম, ছেলে বাকপ্রতিবন্ধী মো. ইমাম হোসেন শিকদার ও অপর ছেলে মো. আল-আমিন। আহতদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় আহত গৃহবধূর স্বামী মো. ইউসুফ শিকদার বাদী হয়ে ৮ জনের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেছেন। মামলার অভিযুক্তরা হলেন- একই বাড়ির রুস্তুম আলী শিকদার (৬০), জালাল শিকদার (৩৫), সোহেল শিকদার (৩০), আশ্রাব আলী শিকদার (৫০), মামুন শিকদার (২৫), ফুল ভানু (৫৫), কুলসুম (২৫) ও হাফসা বেগম (৩০)। অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার ডাকুয়া ইউনিয়নের কৃষ্ণপুর গ্রামে সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নিজ বাড়িতে ইউসুফ শিকদারের সাথে জমিজমা বিক্রয়ের বিষয়াদি নিয়ে রুস্তুম আলী শিকদারের পরিবারের লোকজনের সাথে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে রুস্তুম আলী শিকদারের নেতৃত্বে হামলাকারীরা দেশীয় অস্ত্র ধারালো দা, লাঠি ও লোহার রড দিয়ে ইউসুফ শিকদারের ওপর হামলা চালায়। এ সময় হামলাকারীদের হাত থেকে ইউসুফ শিকদারকে রক্ষা করতে গেলে স্ত্রী ছানিয়া বেগম, ছেলে বাকপ্রতিবন্ধি ইমাম হোসেন ও অপর ছেলে আল-আমিন গুরুতর আহত হন। পরে বাড়ির লোকজন আহতদের গলাচিপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। গলাচিপা থানা অফিসার ইনচার্জ (ওসি) এম আর শওকত আনোয়ার ইসলাম জানান, তদন্ত করে দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a Reply