সরদার নজরুল ইসলাম, বানারীপাড়া প্রতিনিধি ॥ বানারীপাড়ায় বৈশ্বিক মহামারী করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ মোকাবেলায় স্বাস্থ্য সুরক্ষায় উপজেলার উদয়কাঠি ইউনিয়নের বিভিন্ন হাট-বাজার ও ইয়াতিমখানায় ৩ দিনে আড়াই হাজার ফেস মাস্ক বিতরণ করেন উদয়কাঠির দুইবারের নির্বাচিত জননন্দিত ইউপি চেয়ারম্যান রাহাদ আহম্মেদ ননী। গত সোমবার (৫ এপ্রিল) সরকার ঘোষিত ২য় বারের লকডাউনের প্রথম দিন থেকে বুধবার (৭ এপ্রিল) পর্যন্ত সকাল থেকে সারাদিন উদয়কাঠি, শেরেবাংলা, গোয়ালিয়া ও ঋষিবাসা বাজারের সাধারণ মানুষ ও লবণসাড়া ইয়াতিমখানার কোমলমতি শিশু শিক্ষার্থীদের মাঝে তিনি ২ হাজার ৫ শত মাস্ক বিতরণ করেন। এ সময় তিনি কোভিট-১৯ মোকাবেলায় গণ পরিবহন ও হাট-বাজারসহ সর্বত্র স্বাস্থ্য সুরক্ষার পাশাপাশি সামাজিক দূরত্ব বজায় রাখতে সকলকে অনুরোধ করেন এবং বিনা প্রয়োজনে বাইরে না বেড়িয়ে সবাইকে ঘরে অবস্থান করার আহ্বান জানান। এ সময় তার সঙ্গে বিভিন্ন ওয়ার্ডের সাধারণ ও নারী ইউপি সদস্যসহ স্থানীয় আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এর আগে করোনার প্রথম ঢেউ মোকাবেলায় ১ম লকডাউনে স্বেচ্ছায় হোম কোয়ারেন্টিনে থাকা কর্মহীন অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়িয়ে তিনি সরকারি সাহায্য-সহযোগিতার পাশাপাশি ব্যক্তি উদ্যোগেও তিনি তাদের মাঝে বিভিন্ন নিত্য খাদ্যপণ্য সামগ্রী পৌঁছে দিয়েছিলেন। এ প্রসঙ্গে জনবান্ধব ইউপি চেয়ারম্যান রাহাদ আহম্মেদ ননী জানান, আমি ইউনিয়নের সাধারণ অসহায় ও দুস্থ মানুষের মুখে হাসি ফোটাতে সবসময় তাদের পাশে আছি। এছাড়াও উদয়কাঠিকে বাল্যবিয়ে, নারী নির্যাতন, ইভটিজিং, সন্ত্রাস ও মাদকমুক্ত করব এবং একটি আদর্শ উনিয়নে পরিণত করতে রাস্তাঘাট ও সাঁকো-পুলের উন্নয়নসহ যে কোনো সামাজিক সমস্যা নিরসনে আপ্রাণ চেষ্টা করে যাবো ইনশাল্লাহ্।
Leave a Reply