স্টাফ রিপোর্টার ॥ বরিশালের থানাগুলোতে নিরাপত্তা জোরদার করা হয়েছে। বর্ধিত নিরাপত্তা ব্যবস্থা অব্যাহত রাখার কথা জানিয়েছেন পুলিশ কর্মকর্তারা। সংশ্লিষ্টরা জানান, নগরীর বাসিন্দাদের জানমালের নিরাপত্তা প্রদানের পাশাপাশি থানার সরকারি সম্পদ এবং নিজেদের নিরাপত্তা নিশ্চিত করা পুলিশের পেশগত দায়িত্ব। সব সময়ই এই দায়িত্ব পালন করে থাকে পুলিশ। সাম্প্রতিক পরিস্থিতি বিবেচনায় সরকার সারা দেশের সকল থানার নিরাপত্তা বাড়ানোর নির্দেশ দিয়েছে। এর অংশ হিসেবে বরিশালের থানাগুলোতেও নিরাপত্তা বৃদ্ধি করা হয়েছে। পুলিশ সদস্যদের আরও সক্রিয় এবং সতর্ক রাখা হয়েছে। যে কোন উদ্ভুত পরিস্থিতি মোকাবেলায় প্রস্তুতি রয়েছে বলে জানিয়েছেন কোতয়ালী মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম। শুধু কোতয়ালী মডেল থানা নয়, মেট্রোপলিটনের অপর ৩ থানা এবং জেলার ১০ থানার নিরাপত্তাও বাড়ানো হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
Leave a Reply