গৌরনদী প্রতিনিধি ॥ অপহরনের ঘটনায় মামলা দায়েরের পাঁচ ঘন্টার মধ্যে অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার দিবাগত গভীর রাতে জেলার গৌরনদী উপজেলার ভুরঘাটা এলাকা থেকে অপহৃতা ছাত্রীকে উদ্ধার ও অপহরনকারীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। থানা পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার সকালে আসামিকে আদালতে প্রেরণ এবং উদ্ধারকৃত ছাত্রীর মেডিক্যাল পরীক্ষা শেষে দুপুরে জবানবন্দী দেয়ার জন্য আদালতে সোর্পদ করা হয়েছে। উদ্ধার অভিযানে নেতৃত্বদানকারী গৌরনদী মডেল থানার চৌকস এসআই কামাল হোসেন জানান, বার্থী কলেজের এক ছাত্রীকে অপহরনের ঘটনায় শুক্রবার রাত নয়টার দিকে ছাত্রীর মা বাদি হয়ে থানায় মামলা দায়ের করেন। মামলায় উপজেলার কমলাপুর গ্রামের সোহরাব হাওলাদারের পুত্র সাকিল হাওলাদারকে একমাত্র আসামি করা হয়। মামলা দায়েরের পর গোপন সংবাদের ভিত্তিতে রাত দুইটার দিকে উপজেলার ভুরঘাটা এলাকায় অভিযান চালিয়ে অপহৃতা কলেজ ছাত্রীকে উদ্ধার ও মামলার আসামি সাকিলকে গ্রেফতার করা হয়েছে।
Leave a Reply