নিজস্ব প্রতিবেদক ॥ করোনা ভাইরাসের সংক্রমণ এড়াতে বরিশাল বিভাগে ২ হাজার ২৩৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এদেরমধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন ২৩৮ জনকে হোম কোয়ারেন্টিনে আনা হয়েছে। মঙ্গলবার সকাল সাড়ে ১০টায় স্বাস্থ্য অধিদপ্তরের বিভাগীয় কার্যালয়ের পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, বিভাগের ছয় জেলার হিসেব অনুযায়ী, বরিশালে নতুন ৮১ জনসহ ৪৭৮ জন, পটুয়াখালীতে নতুন ২০ জনসহ ৬০৭ জন, ভোলায় নতুন ৫০ জনসহ ৩২২ জন, পিরোজপুরে নতুন ৩৯ জনসহ ৩৪২ জন, বরগুনায় নতুন ৩৬ জনসহ ৩০০ জন ও ঝালকাঠিতে নতুন ১০ জনসহ ১৭১ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এছাড়া বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় নতুন দুইজনসহ ১৪ জনকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তিনি আরও জানান, গত ১০ মার্চ থেকে বিভাগে হোম কোয়ারেন্টিনে থাকা মোট ৫৩০ জনের মেয়াদ শেষ হয়েছে। গত ২৪ ঘণ্টায় হোম কোয়ারেন্টিনের মেয়াদ শেষ হয়েছে ২৪৪ জনের। এছাড়া বরগুনা ও বরিশাল শেবাচিম হাসপাতালের করোনা কর্নারে চিকিৎসাধীন চারজন রোগীকে ছাড়পত্র দেওয়া হয়েছে। শেবাচিমে নতুন করে করোনা সন্দেহে ভর্তি হয়েছেন আরও দুইজন। সোমবার রাতে করোনা সন্দেহে শেবাচিমে ভর্তি হওয়া রোগীরা হলেন নগরীর ৮ নম্বর ওয়ার্ডের বাজার রোড এলাকার শাওন মিয়া (২৩) ও বানারীপাড়া উপজেলার তেঁতলা গ্রামের স্বপন হাওলাদার (২৭)।
Leave a Reply