নিজস্ব প্রতিবেদক ॥ করোনা ভাইরাসের কারণে ব্যবসায়ীদের বিকিকিন কমে যাওয়ায় নিজের ভাড়া দেয়া ১৪টি দোকানের এক মাসের ভায়া মওকুফ করে দিয়েছেন দোকান মালিক জেলার আগৈলঝাড়া উপজেলার পয়সারহাট এলাকার বাসিন্দা রাসেল মিয়া।
মঙ্গলবার সকালে রাসেল মিয়া তার ভায়াটিয়াদের কাছে চলতি মাসের ভাড়া মওকুফের কথা জানিয়েছেন। মালিকের এমন ঘোষণায় ব্যাপক খুশি হয়েছেন দোকানের ভাড়াটিয়ারা। জানা গেছে, পয়সারহাট এলাকায় ১৪টি ঘর রয়েছে ওই এলাকার মৃত আব্দুর রশিদ মিয়ার পুত্র রাসেল মিয়ার। দোকানগুলো ভাড়া নিয়ে বিভিন্ন মালামাল বিক্রি করে আসছেন তারা। গত কয়েকদিনে করোনা আতঙ্কে ব্যবসায়ীদের বিকিকিনি অনেক কমে গেছে। এসব বিবেচনা করে দোকান মালিক রাসেল মিয়া চলতি মাসের ভাড়া মওকুফ করে দিয়েছেন। ভাড়াটিয়া শাহাদাত দাড়িয়া বলেন, তিনি দোকান ভাড়া নিয়ে দীর্ঘদিন থেকে টিভি-ফ্রিজসহ ইলেকট্রনিক্স সামগ্রী বিক্রি করে আসছেন। গত ১০ দিন ধরে করোনা আতঙ্কে বিক্রি নেই বললেই চলে। এ সংকটের সময় দোকান মালিক আমাদের চলতি মাসের ভাড়া মওকুফ করে তিনি মহানুভবতার পরিচয় দিয়েছেন। এজন্য আমরা তার প্রতি কৃতজ্ঞাতা প্রকাশ করছি।
Leave a Reply