রিয়াজ শরীফ, বাকেরগঞ্জ ॥ কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে জাতীয় গনমাধ্যম সপ্তাহ (১-৭ মে )কে রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর ইউএনও এর মাধ্যমে স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির পক্ষে বাকেরগঞ্জ উপজেলা শাখার সাংবাদিকগন। বাকেরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় উক্ত স্মারকলিপি অফিসিয়াল সিল দিয়ে জমা রাখেন। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বাকেরগঞ্জ উপজেলা শাখার পক্ষে মোঃ রিয়াজ শরীফ, দৈনিক স্বদেশ প্রতিদিন, বরিশাল জেলা প্রতিনিধি এবং দৈনিক দখিনের খবর পত্রিকার স্টাফ রিপোর্টার। সাংবাদিক মোঃজুয়েল তালুকদার দৈনিক যুগান্তর, বাকেরগঞ্জ প্রতিনিধি, মোঃ জাহিদুল ইসলাম, দৈনিক মুক্ত খবর, বাকেরগঞ্জ প্রতিনিধি,মোঃ মোহসীন মোল্লা দৈনিক মাতৃজগত , বাকেরগঞ্জ প্রতিনিধি। এ সময় সাংবাদিকরা জানান, জাতীয় গণমাধ্যম সপ্তাহকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেওয়া আমাদের প্রাণের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী আপনি হচ্ছেন সাংবাদিক বান্ধব নেত্রী, এ দাবি মেনে নেওয়ার জন্য সংগঠনের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে আমরা বিনয়ের সাথে অনুরোধ করছি।
Leave a Reply