মুলাদী প্রতিনিধি ॥ পবিত্র রমজানকে সামনে রেখে মুলাদী উপজেলার কাজিরচর ইউনিয়নের সকল মসজিদে ইফতার সামগ্রী বিতরণ করেছে সামাজিক সংগঠন আউয়াল-শামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটি। আউয়াল-শামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটির প্রধান উপদেষ্টা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. মো: হারুন অর রশিদ বিশ্বাসের দিকনির্দেশনায় সোমবার সকাল থেকে সংগঠনের সভাপতি ও কাজিরচর ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ¦ মন্টু বিশ্বাস ওই ইউনিয়নের শতাধিক মসজিদে ইফতার সামগ্রী বিতরণ করেন। সংগঠনের নের্তৃবৃন্দ গাড়ীতে করে ইফতার সামগ্রী নিয়ে মসজিদে মসজিদে পৌছে দেন। এ সময় উপস্থিত ছিলেন আউয়াল-সামছুন্নাহার ওয়েলফেয়ার সোসাইটির সাধারণ সম্পাদক কবির হোসেন হাওলাদার, উপজেলা আ.লীগের সাবেক সহ-সভাপতি দুলাল মাহমুদ মোল্লা, কাজিরচর ইউনিয়ন আ.লীগ সভাপতি ছিদ্দিকুর রহমান খান, আ.লীগ নেতা খলিলুর রহমান পালোয়ান, জালাল ঘরামী, খাসেরহাট মাদরাসার শিক্ষক হাফেজ মুফতি নূরুল আমিনসহ ইউনিয়ন আ.লীগ নেতৃবৃন্দ ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
Leave a Reply