মঠবাড়িয়ায় প্রতিনিধি ॥ মঠবাড়িয়ায় হত্যার পর লাশ বালুর স্তুপের ভেতর লুকিয়ে রাখা অজ্ঞাত ব্যক্তির লাশের পরিচয় উদঘাটিত হয়েছে। পুলিশ রবিবার দুপুরে উপজেলার মিরুখালী ইউনিয়নের বাঁশবুনীয়া গ্রামের মুসল্লীবাড়ি বাসস্ট্যান্ডের কাছে স্থানীয় ইউসুফ মাতুব্বরের নির্মাণ স্থবির একটি বাড়ির বালুর স্তুপ থেকে অজ্ঞাত ওই ব্যক্তির লাশ উদ্ধার করে। এ খবর ছড়িয়ে পড়লে নিহত ব্যক্তির পরিবারের স্বজনরা মঠবাড়িয়া থানায় এসে লাশ সনাক্ত করে। নিহত ব্যক্তির নাম মো. আলমগীর হোসেন খান (৩৯)। তিনি একজন অটোচালক। বাগেরহাটের ফকিরহাট উপজেলার পীরগঞ্জ গ্রামের হারুন অর রশীদ খানের ছেলে। পুলিশ জানায়, গত রবিবার ঘটনাস্থলের আশপাশে অজ্ঞাত স্থান থেকে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে এলাকাবাসীর সন্দেহ হয়। মঠবাড়িয়ার বাঁশবুনীয়া গ্রামের চৌকিদার মো. জব্বার বিষয়টি থানা পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে অনুসন্ধান চালায়। এক পর্যায় স্থানীয় ইউসুফ মাতুব্ববর এর নির্মাণ স্থবির একটি পরিত্যক্ত ভবনের পাশে বালুর স্তুপের ভেতর অজ্ঞাত ব্যক্তির লাশের সন্ধান পান। নিহত অটোচালক আলমগীরের ভাই হুমায়ূন কবীর জানান, তার ভাই গত ৪ এপ্রিল অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়িতে ফিরে যায়নি। পরের দিন ভাই নিখোঁজের বিষয়ে তিনি ফকিরহাট থানায় একটি সাধারণ ডায়রি করেন। তিনি ভাই হত্যার বিচার দাবি করে বলেন, দুর্বৃত্তরা তার ভাইকে পরিকল্পিতভাবে হত্যার পর তার অটোরিকশা নিয়ে যায়। মঠবাড়িয়া থানার ওসি আ জ ম মাসুদুজ্জামান মিলু বলেন, লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্কর করা হয়েছে। এ ঘটনায় নিহত অটোচালকের পরিবারের স্বজনরা একটি হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
Leave a Reply