আগৈলঝাড়া প্রতিনিধি ॥ আগৈলঝাড়ায় করোনা ভাইরাস মোকাবেলায় জনসমাগম রোধে জনসচেতনতা নেমেছে উপজেলা চেয়ারম্যান আব্দুর রইচ সেরনিয়াবাত ও উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী রওশন ইসলাম। সোমবার সন্ধ্যায় উপজেলার গৈলা ইউনিয়নের দাসেরহাট মাছের পোনা বিক্রির হাটে গিয়ে সেখানে অন্য কোন উপজেলার ব্যবসায়ি ও জনগনকে না আসার আহ্বান জানান। এসময় গনজমায়েত রোধে বাজারে থাকা একটি ক্যারামবোট সরিয়ে নেন উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত। পরে কর্মকর্তারা মুড়িহার গ্রামে বিদেশ ফেরত এক নারীর অবস্থান জানতে পেরে সেখানে হাজির হয়ে ওই নারীর পরিবারের সাথে কথা বলেন। ওই পরিবার তাকে জানান, বিলেত ফেরত মেয়ে স্বেচ্ছায় ১১দিন যাবত হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এসময় উপস্থিত লোকজনকে তিনি সচেনতার অবলম্বন করার আহ্বান জানিয়ে উপজেলার বিভিন্ন হাট বাজারে গিয়ে জনসচেতনতার উপর কাজ করেন। এসময় তাদের সাথে ছিলেন গৈলা ইউপি চেয়ারম্যান শফিকুল হোসেন টিটু, সাংবাদিক স্বপন দাস, এফএম নাজমুল রিপনসহ প্রমুখ নেতৃবৃন্দ।
Leave a Reply