স্টাফ রিপোর্টার ॥ সিটি কর্পোরেশনের পরিচ্ছন্ন কর্মী ও নগরীর আলেকান্দা এলাকার রিফিউজি কলোনীর বাসিন্দা আমির গাজীর হত্যাকারীদের গ্রেফতারপূর্বক ফাঁসির দাবিতে সোমবার বেলা এগারোটার দিকে মানববন্ধন করেছেন এলাকাবাসী। নগরীর সদররোডে ১৪নং ওয়ার্ডের এলাকাবাসীর ব্যানারে ঘন্টাব্যাপী মানববন্ধন চলাকালীন অনুষ্ঠিত সভায় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের কাছে ছেলের হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন নিহত আমিরের বৃদ্ধ পিতা আলতাফ গাজী, মা খাদিজা বেগম, চাচা জামাল গাজী, বৃদ্ধা নানী জোহরা বেগম, চাচি নাজমা বেগম, এলাকাবাসীর পক্ষে ছালাম হাওলাদার, জাকির হোসেন প্রমুখ। উল্লেখ্য, আমির গাজীর ব্যবহৃত মোটরসাইকেলটি চুরি করে নিয়ে যায় নগরীর চিহ্নিত কিশোর গ্যাংয়ের সদস্যরা। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে আমির তার চুরি হওয়া মোটরসাইকেলটি গত ২৬ জানুয়ারি সন্ধ্যায় নগরীর সিএন্ডবি রোডের পশ্চিম পাশের্^র ইসলামপাড়া এলাকার আসাদুজ্জামান বাদশার ওয়ার্কশপ থেকে উদ্ধার করতে যায়। এ সময় কিশোর গ্যাংয়ের সদস্য এমরান, হৃদয়, রাজা, মেহেদী, রাফিসহ তাদের অন্যান্য সহযোগিরা আমির গাজীকে পিটিয়ে ও কুপিয়ে গুরুত্বর জখম করে। মুমূর্ষ অবস্থায় প্রথমে আমিরকে বরিশাল শেবাচিম হাসপাতালে ও পরে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় গত ২৪ মার্চ রাতে আমির গাজী মারা যায়। এ ঘটনায় নিহতের মা খাজিদা বেগম বাদি হয়ে বরিশাল চীফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট আদালতে নয়জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।
Leave a Reply