ভান্ডারিয়া প্রতিনিধি ॥ পিরোজপুরের ভাণ্ডারিয়া পবিত্র রমজান উপলক্ষ্যে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। গতকাল সোমবার উপজেলার নদমুলা গ্রামের প্রকৌশলী এ.বি.এম আসাদুজ্জামানের সহায়তায় স্থানীয় বেসরকারী সংস্থা এসোসিয়েশন ফর সোসিও ইকোনমিক এডভান্সমেন্ট অব বাংলাদেশ (আসিয়াব) এর উদ্যোগে ৫০জন অসহায় নারী ও পুরুষের মাঝে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়। বিতরণ কর্মসূচিতে উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ মসিউর রহমান মৃধা ও নারী ভাইস চেয়ারম্যান আসমা আক্তার, ভাণ্ডাারিয়া প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. শফিকুল ইসলাম মিলন, সমাজ সেবক বাদশা ফরাজী উপস্থিত ছিলেন। শেষে প্রতিটি অসহায় পরিবারের মাঝে চাল-১৪ কেজি, আটা-৩কেজি, আলু-৩ কেজি, তৈল-১লিটার, লবন ১ কেজি, পোলাও চাউল- ১কেজি, চিনি-১ কেজি, পিয়াজ -২ কেজি, ডাল-১ কেজি,রোসন-০১কেজি সহ মোট ২৮ কেজি করে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
Leave a Reply