ভোলা প্রতিনিধি ॥ যাত্রী ও চালক কেহই স্বাস্থ্যবিধি মানলেন না। জীবনের ঝটুকি নিয়ে নিজের এবং পরিবারকে আশংকায় রেখে যাতায়াত করলেন ভোলা-বরিশাল নৌরুটে। করোনা ভাইরাসের চরম ঝুঁকি নিয়ে নিষেধাজ্ঞা উপেক্ষ করে কঠোর লকডাউন শুরুর আগের দিন মঙ্গলবার ট্রলার ও স্পীড বোট যোগে শত শত যাত্রী গাদাগাদি করে লক্ষ্মীপুর থেকে ভোলায় আসছে। এতে করে এক দিকে যেমন করোনা ভাইরাস সংক্রামন ছড়িয়ে পরার আশংকা দেখা দিয়েছে তেমনি বড় ধরনের নৌ দুর্ঘটনার আশংকা দেখা দিয়েছে। কিন্তু নৌ পুলিশ ও কোস্টগার্ডের নেই কোন তৎপরতা। প্রশাসনের নজরদারী না থাকায় ইতো মধ্যে সোমবার রাতে লক্ষ্মীপুর থেকে ভোলায় আসার পথে একটি যাত্রীবাহী ট্রলারের তলা ফেটে ডুবে যাওয়া উপক্রম হলে অন্য ট্রলারের সহায়তায় অর্ধশতাধিক যাত্রী প্রাণ রক্ষা পায়। এদিকে ভোলা ইলিশালঞ্চঘাটে নিবিঘ্নে ট্রলার যাত্রী পারাপার করলেও মঙ্গলবার সকালে প্রশাসনের কোন তৎপরতা দেখা যায়নি। তবে বিআইডব্লিউটিএর সহকারী পরিচালক মো: কামরুজ্জামান জানান, ভোলা-লক্ষ্মীপুর রুটের মেঘনা নদীর ডেঞ্জার জোনে সি সার্ভে সনদ ছাড়া সকল ধরনের নৌ যান চলচল বন্ধ থাকবে। অবৈধ ভাবে ট্রলার স্পীড বোট চলাচল বন্ধের ব্যাপারে আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীকে চিঠি দেয়া হয়েছে। তারা ব্যবস্থা নিচ্ছে।
Leave a Reply