পটুয়াখালী প্রতিনিধি ॥ পটুয়াখালীতে পৃথক ঘটনায় তিনজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকাল থেকে দুপুর পর্যন্ত পটুয়াখালী সদর ও বাউফল উপজেলায় এসব ঘটনা ঘটে। নিহতরা হলেন- বাসুদেব দত্ত (২৬), মো. সাহেব আলী (৫৫) ও হাসান মৃধা (৬)। সদর উপজেলার পশ্চিম হেতালিয়া আবাসনের বাসিন্দা রিকশাচালক কালাম ফকির বলেন, সকালে পশ্চিম হেতালিয়া আবাসনের কাচারি ঘরে ১০ টাকা কেজির চাল বিক্রি হচ্ছিল। গরমে অতিষ্ঠ হয়ে উঠেছিল সবাই। এরপর সাধারণ তার দিয়ে রিকশাচালক লিটন মৃধার ঘর থেকে বিদ্যুৎ সংযোগ এনে ফ্যান চালু করা হয়। লিটন কাচারি ঘরে ১০ টাকা কেজির চাল মেপে সবাইকে দিচ্ছিলেন। এ সময় কাচারি ঘরের জানালার নিচ থেকে তার ছিঁড়ে যায়। এতে ওই ঘরের সব কিছু বিদ্যুতায়িত হয়ে যায়। শিশু হাসান না বুঝে ঘরে হাত দিলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। অন্যদিকে ধূলিয়া ইউনিয়নের মেহেন্দিপুর গ্রামের বাসিন্দা রফিক মিয়া বলেন, বাসুদেব দত্ত হতাশাগ্রস্ত ছিলেন। সম্প্রতি তিনি মাদকাসক্ত হয়ে পড়েন। মঙ্গলবার সকালে তার বাবা বাবুলাল দত্ত গোয়ালঘর থেকে গরু নামাতে গিয়ে পাশের একটি গাছের সঙ্গে রশি দিয়ে গলায় ফাঁস লাগানো অবস্থায় তাকে দেখতে পান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। নিহত বাসুদেব বরিশাল সরকারি বিএম কলেজের মাস্টার্সের শিক্ষার্থী ছিলেন। বাউফল থানা পুলিশের ওসি (তদন্ত) আল মামুন বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। অপরদিকে সকাল ১০টার দিকে উপজেলার কালাইয়া ধানহাট ট্রাকস্ট্যান্ড এলাকায় থাই গ্লাস চাপায় সাহেব আলী সরদার নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। স্থানীয় বাসিন্দা রেজাউল বলেন, বাউফল পৌরসভার ৯ নম্বর ওয়ার্ডের রুহুল আমিনের মালিকাধীন বিসমিল্লাহ গ্লাস হাউসের বেশ কিছু থাই গ্লাস নিয়ে একটি ট্রাক ঢাকা থেকে মঙ্গলবার সকালে বাউফলে পৌঁছায়। মালামাল নামানোর জন্য ট্রাকটি পজিশনিং করতে প্রায় তিন কিলোমিটার সামনে কালাইয়া ধানহাট ট্রাকস্ট্যান্ড পর্যন্ত নেওয়া হয়। সেখান থেকে ট্রাকটি ঘুরানোর সময় একদিকে কাত হলে আড়াআড়িভাবে রাখা একপাশের গ্লাসগুলো সাহেব আলীর ওপর পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। নিহত সাহেব আলী উপজেলার নাজিরপুর ইউনিয়নের ছোটডালিমা গ্রামের মজিদ সরদারের ছেলে। ওসি (তদন্ত) আল মামুন বলেন, ট্রাকটি আটক করা হয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
Leave a Reply