পিরোজপুর প্রতিনিধি ॥ হরিণের মাংস সংরক্ষণ ও সরবরাহের আপরাধে পিরোজপুরের নেছারাবাদ উপজেলায় (স্বরূপকাঠি) মমতাজ বেগম (৫৮) নামে এক গৃহবধূকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১২ এপ্রিল) রাতে পিরোজপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. বশির গাজী এ জরিমানা করেন। অর্থদণ্ডপ্রাপ্ত মমতাজ পৌরসভার শহরের জগৎপট্টি এলাকার মৃত ফজলুল হকের স্ত্রী। জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে সোমবার রাতে মমতাজের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে ঘর থেকে পৃথক তিনটি পাত্রে প্রায় ১০ কেজি হরিণের মাংস জব্দসহ ওই গৃহবধূকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে মমতাজকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply