রাকিবুল হাসান, বাবুগঞ্জ প্রতিনিধি ॥ বাবুগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় ৩’শ ৩০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বরে কৃষি অফিসের পক্ষ থেকে এ প্রণোদনা বিতরণ করা হয়। এসময় বাবুগঞ্জ উপজেলার বিভিন্ন গ্রাম থেকে আসা কৃষক-কৃষাণীদের হাতে সার ও বীজ তুলে দেন বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আমীনুল ইসলাম,এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ নাসির উদ্দিন,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহ মোঃ আরিফুল ইসলাম, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ সাদেরকুর রহমান সুরুজ,মোঃ মনিরুজ্জামানসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। উপজেলা কৃষি কর্মকর্তার কার্যালয় সূত্রে জানায়, চলতি খরিপ মৌসুমে আউশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ৩’শ ৩০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি আউস ধানের বীজ ও ৩০ কেজি রাসায়নিক সার প্রদান করা হয়েছে।
Leave a Reply