দেশের এই ক্রান্তিলগ্নে (করোনা ভাইরাস মহামারীর দুর্দিনে) “ক্লাব ০১”বরিশাল বিভাগ (এসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ বরিশাল, ফেসবুক পেজ ভিত্তিক সামাজিক সংগঠন) এর উদ্যোগে বরিশালের অসহায়, হতদরিদ্র, ও দিনমজুর মানুষদের মধ্যে চাল ৫ কেজি, মসুর ডাল ১/২ কেজি, আলু ২ কেজি, সয়াবিন তেল ৩৫০ গ্রাম ও ১টি কাপড় ধোয়া সাবান বিতরনের কার্যক্রম হাতে নিয়েছে এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে ঘর বন্ধী লোকের কাজে না ফেরা পর্যন্ত।
ক্লাবের পরিচালকবৃন্দ বলেন, বরিশাল বিভাগের এসএসসি ২০০১ ও এইচএসসি ২০০৩ সালে যারা পাশ করেছেন তাদের প্রানের সংগঠন “ক্লাব ০১” তাদের সাধ্যমত নিত্য প্রয়োজনীয় পন্য গরিবদের মাঝে বিতরন করছে। দেশের এ ক্রান্তিকালে খেটে খাওয়া মানুষদের জন্য কিছু করতে পারলে নিজেদের সার্থক বলে মনে করেন। এর আগে ক্লাব ১ এর উদ্যোগে বিভিন্ন সময় সামাজিক কার্যক্রম করে আসছেন। তারা আরও বলেন, সরকারের পাশাপাশি যারা সমাজে বিত্তবান তারা সবাই যদি এগিয়ে আসে, তা হলে করোনা ভাইরাস নামক দূর্যোগ মুহূর্তে অসহায় দিনমজুর খেটে খাওয়া মানুষের কিছুটা হলেও কষ্ট লাঘব পাবে। তাই আমরা আশা করব বরিশালে অসংখ্য সামাজিক প্রতিষ্ঠানের পাশাপাশি নিজ উদ্যোগে সকলে মিলে অসহায় মানুষের পাশে দাঁড়াই তাহলে কিছুটা হলেও তার উপকৃত হবে তাহলে আমাদের জন্ম সার্থক হবে।
Leave a Reply