গৌরনদী প্রতিনিধি ॥ নির্বাচন কমিশন প্রথম ধাপের ইউপি নিবাচনকে স্থগিত ঘোষণার পরেও বরিশালের গৌরনদীতে নূর মোহাম্মদ সরদার নামের এক ইউপি সদস্য প্রার্থী এলাকায় উঠান বৈঠক ও খাবারের আয়োজন করায় উপজেলা ভ্রাম্যমান আদালত সোমবার সন্ধ্যায় ওই প্রার্থীকে দুই হাজার টাকা জড়িমানা করেছে। উপজেলা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ্বাস এ জড়িমানা ধার্যকরে প্রার্থীর কাছ থেকে তা আদায় করেন ও মুচলেকা নিয়ে তাকে ছেড়ে দেন। এ সময় আদালতের নির্দেশে রান্না করা খিচুরি স্থানীয় জনগনের মাঝে বিতরণ করা হয়। আদালত সূত্রে জানাগেছে, উপজেলার বার্থী ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য প্রার্থী নূর মোহাম্মদ সরদার নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে সোমবার বিকেলে তার ওয়ার্ডের আওতাধীন নন্দনপট্রি মাদ্রসা মাঠে এক উঠান বৈঠকের আয়োজন করে। একই সাথে নিজের কর্মী ও সমর্থকদের খাওয়ানোর জন্য এ সময় তিনি ৩ ড্যাগ খিচুরি রান্না করেন। খবর পেয়ে উপজেলা ভ্রাম্যমান আদালত ওই এলাকায় অভিযান চালায়।
Leave a Reply