গৌরনদী প্রতিনিধি ॥ গৌরনদী উপজেলা প্রানীসম্পদ কার্যালয়ের ব্যবস্থাপনায় গতকাল মঙ্গলবার সকালে প্রানীসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প (এলডিডিপি)’র সহযোগীতায় ন্যায্যমূল্যের ভ্রাম্যমান দুধ, ডিম, মাছ ও মাংস বিক্রয় কেন্দ্রের উদ্বোধন করা হয়েছে। গৌরনদী উপজেলা চেয়ারম্যান সৈয়দা মনিরুন নাহার মেরী ও উপজেলা নির্বাহী অফিসার বিপিন চন্দ্র বিশ^াস অতিথি হিসেবে উপস্থিত থেকে বিক্রয় কেন্দ্রটি উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ভেটেরিনারি সার্জন ডাঃ মাছুম বিল্লাহ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আহসান হাবীব, উপজেলা মৎস্য কর্মকর্তা আবুল বাশার প্রমুখ। উপজেলা প্রানী সম্পদ কর্মকর্তা ডাঃ মাছুম বিল্লাহ জানান, মহামারী করোনা ভাইরাসের প্রকোপ চলাকালে উপজেলার সাধারন জনগনের প্রাণীজ পুষ্টি চাহিদা নিশ্চিতকরণের লক্ষে এ ন্যায্যমূল্যের ভ্রাম্যমান দুধ, ডিম, মাছ ও মাংস বিক্রয় কেন্দ্র খোলা হয়েছে।
Leave a Reply